বিশ্ববিদ্যালয়ের ক্লাস ২৪ মে থেকে, হল খুলবে ১৭ মে

বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে ২৪ মে আর হল খুলবে ১৭ মে ২০২১ তারিখ থেকে। ২২ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে।  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল খুলে দেওয়ার দাবি জানিয়েছে।

গত বছরের (২০২০) ১৭ মার্চ করোনার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় বাড়ানো এই ছুটি সর্বশেষ ঘোষণায় ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে।

>> ৪০, ৪১ ও ৪৩তম বিসিএস পরীক্ষা নির্ধারিত সময়েই