ব্রাজিল জাতীয় ফুটবল দল, রেকর্ড, পরিসংখ্যান, চমক, কবে খেলা ২০২২ [Brazil team in FIFA world cup 2022]


এডু ডেইলি ২৪ ডিসেম্বর ৮, ২০২২, ২:২৩ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৪ অপরাহ্ন
ব্রাজিল জাতীয় ফুটবল দল, রেকর্ড, পরিসংখ্যান, চমক, কবে খেলা ২০২২ [Brazil  team in FIFA world cup 2022]

Qatar FIFA ফুটবল বিশ্বকাপে ব্রাজিল জাতীয় ফুটবল দল, খেলোয়ারদের নামের তালিকা, রেকর্ড, পরিসংখ্যান, চমক, কবে খেলা ২০২২, দলের ছবি ও জার্সি সহ বিস্তারিত তথ্য নিয়ে এখানে আলোচনা করা হলো। কাতারে অনুষ্ঠিতব্য ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ ব্রাজিল জি-গ্রুপে। ব্রাজিলের র‌্যাংকিং ১। এই বিশ্বকাপে ব্রাজিল দলের প্রথম ম্যাচ বা খেলা সার্বিয়ার বিপক্ষে, তারিখ ২৪ নভেম্বর ২০২২ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

খেলা :ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার
মোট অংশগ্রহণকারী দেশ :৩২টি দেশ / দল
ভেন্যু :কাতার
বাংলাদেশ সময় কখন হবে :বিকাল, সন্ধ্যা ও রাতে
ফিফার ওয়েবসাইট :https://www.fifa.com
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াড ২০২২

মাঠে প্লেয়ার ফরমেশন হবে ৪-১-২-৩

  • গোলরক্ষক : এলিসন, এডেরসন, ওয়েভেরটন।
  • রক্ষণভাগ : ড্যানি এ্যালভেজ, ড্যানিলো, এলেক্স সান্ড্রো, এলেক্স টেল্লেস, ব্রেমার, মার্কুইনহোস, থিয়াগো সিলভা, এডের মিলিট্যাও।
  • মাঝমাঠ : ক্যাসামিরো, ফ্যাবিনহো, ফ্রেড, এভারটন রিবেইরো, ব্রুনো গুইমারেজ, লুকাস প্যাকেটা
  • স্ট্র্যাইকার : নেমার, ভিনিসিয়াস জুনিয়র, রিচারলিস্যান, রড্রিগো, অ্যান্টনি, গ্যাব্রিয়াল জেসাস, গ্যাব্রিয়াল মার্টিনেল্লি, পেড্রো।

বিশ্বকাপে ব্রাজিল দলের খেলোয়াড় তালিকা ২০২২ (নাম ও ভূমিকা)

কাতার বিশ্বকাপের জন্য ২৬ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে ব্রাজিল :

পজিশনখেলোয়াড়ক্লাববয়স
গোল কিপারএলিসনলিভারপুল৩০
গোল কিপারএডারসন ম্যানচেস্টার সিটি (ENG)২৯
গোল কিপারওয়েভারটনপালমেইরাস (BRA)৩৪
ডিফেন্ডারমারকুইনহোসPSG (FRA) ২৮
ডিফেন্ডারএডার মিলিতাওরিয়েল মাদ্রিদ২৪
ডিফেন্ডারথিয়াগো সিলভাচেলসি (ENG)৩৮
ডিফেন্ডারদানিলোজুভেন্টাস (ITA)৩১
ডিফেন্ডারঅ্যালেক্স টেলসসেভিলা (SPA)২৯
ডিফেন্ডারদানি আলভেসপুমাস UNAM (MEX)৩৯
ডিফেন্ডারঅ্যালেক্স স্যান্ড্রোজুভেন্টাস (ITA)৩১
ডিফেন্ডারব্রেমারজুভেন্টাস (ITA)২৫
মিডফিল্ডারফ্যাবিনহোলিভারপুল (ENG)২৯
মিডফিল্ডারক্যাসেমিরোম্যানচেস্টার ইউনাইটেড (ENG)৩০
মিডফিল্ডারব্রুনো গুইমারেসনিউক্যাসল ইউনাইটেড (ENG) ২৪
মিডফিল্ডারফ্রেডম্যানচেস্টার ইউনাইটেড (ENG)২৯
মিডফিল্ডারলুকাস পাকেটাওয়েস্ট হ্যাম (ENG)২৫
মিডফিল্ডারএভারটন রিবেইরোফ্ল্যামেঙ্গো (BRA) ৩৩
ফরোয়ার্ডগ্যাব্রিয়েল মার্টিনেলিআর্সেনাল (ENG)২১
ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ (SPA) ২২
ফরোয়ার্ডনেইমারPSG (FRA) ৩০
ফরোয়ার্ডঅ্যান্টনিম্যানচেস্টার ইউনাইটেড (ENG)২২
ফরোয়ার্ডরড্রিগোরিয়াল মাদ্রিদ (SPA)২১
ফরোয়ার্ডরাফিনহাবার্সেলোনা (SPA)২৫
ফরোয়ার্ডরিচার্লিসনটটেনহ্যাম (ENG)২৫
ফরোয়ার্ডপেড্রোফ্ল্যামেঙ্গো ২৫
ফরোয়ার্ডগ্যাব্রিয়েল জেসাসআর্সেনাল (ENG)২৫
ব্রাজিল একাদশ বিশ্বকাপ ফুটবল ‍২০২২

ব্রাজিল দলের খেলোয়াড়রা মাঠে যে যেখানে খেলবে

ব্রাজিল দলের খেলোয়াড়রা মাঠে যে যেখানে খেলবে
ব্রাজিল দলের খেলোয়াড়রা মাঠে যে যেখানে খেলবে

বিশ্বকাপে ব্রাজিল দলের পরিসংখ্যান

  • Qatar FIFA world cup football 2022-এ ব্রাজিল স্কোয়াডে লিভারপুলের রবার্টো ফার্মিনোর বদলে দেখা যাবে ৩৯ বছরের ড্যানি এ্যালভেজকে। বার্সিলোনার এই প্রাক্তণ ডিফেন্ডার বর্তমানে মেক্সিকোর ‘পুমাস’ নামক একটি ক্লাবের সঙ্গে যুক্ত। শেষ দুই মাসে জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি ড্যানি। তবে টিটেদের মতে, কাতারের মাঠে তাঁর উপস্থিতি ব্রাজিলের ষষ্ঠমবার বিশ্বকাপ ছোঁয়ার স্বপ্ন সফল করতে পারে। ব্রাজিলিয়ান স্কোয়াডে এবার জেষ্ঠ্যতম খেলোয়াড় ড্যানি। অন্যদিকে রবার্টো ফার্মিনোকে এই বর্ষে লিভারপুলে ভাল ফর্মে দেখা যাচ্ছে। তা সত্ত্বেও জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে বাতিল তাঁর নাম। ব্রাজিল স্কোয়াডে আর্সেনালের গ্যাব্রিয়াল জেসাস, ফ্ল্যামেঙ্গোর পেড্রো, টটেনহ্যামের রিচারলিস্যান থাকলেও, থাকছেন না ফার্মিনো।

  • ফিফা র‌্যাংকিংয়ে সবার উপরে ব্রাজিল। সাবেক যুগোশ্লাভিয়া বর্তমানে সার্বিয়া। তারা আছে ২১ এ। ব্রাজিল মানেই বিশ্বকাপের রেকর্ড। তাদের মতো কোনো দলই পাঁচবার চ্যাম্পিয়ন হতে পারেনি। বিশ্ব ফুটবলের সর্ববৃহৎ এই আসরে ব্রাজিলই সর্বাধিক ৭৩টি জয়। এজন্য খেলেছে ১১৯টি ম্যাচ। দক্ষিণ আমেরিকার সবচেয়ে এই বড় দেশ প্রতি বিশ্বকাপেই খেলেছে। যা আর কোনো দেশের পক্ষে সম্ভব হয়নি।

  • গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ১-২ গোলে হারের পরও কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ) কোচ তিতেকে হেড কোচের পদে বহাল রাখে। ২০১৯ সালে তিনি ব্রাজিলকে নবম কোপা আমেরিকা ট্রফি এনে দেন। যদিও গত বছর আর্জেন্টিনার কাছে এই আসরের ফাইনালে হার। এরপরও অবশ্য আর কোনো ম্যাচে হারেনি আটলান্টিক মহাসাগরের পশ্চিম পাড়ের দেশটি। নেইমাররা সর্বশেষ প্রীতি ম্যাচে ৫-১ গোলে তিউনিসিয়াকে উড়িয়েছে।

  • এবছরের বিশ্বকাপে আরও কিছু চমক প্রস্তুত রেখেছেন ব্রাজিল কোচ টিটে। কাতারে এবার ব্রাজিল অধিনায়ক নেমার। ৩০ বছরের এই মহাতারকা এবার পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্বপ্নের দৌড়ে অধিনায়কত্বের ভার নিলেন। মেসি, রোনাল্ডোর পরে, এই মুহূর্তে বিশ্ব ফুটবলে সবচেয়ে চর্চিত নাম। নেমার ডস সান্টোস জুনিয়র। ৩০ বছরের এই স্ট্রাইকারকে এবার চমৎকার ফর্মে দেখা যাচ্ছে প্যারিস-সঁ-জারমঁ এ। ১৯ ম্যাচে ১৫ গোল এবং ১২ এসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান মহাতারকা।

  • এটা নেমারের তিন নম্বর বিশ্বকাপ। এর আগের বিশ্বকাপগুলিতে তিনি একাধিক সমালোচনায় বিদ্ধ হয়েছেন। সমালোচকদের মতে নেমার বহু সময়ই মাঠে চোট পাওয়ার অভিনয়ে করে থাকেন। এবার সেই বদনামী ঘোচাতেই যেন বদ্ধপরিকর পিএসজির এই স্ট্রাইকার। ভিনিসিয়াস জুনিয়র এবং গ্যাব্রিয়াল জেসাসকে পাশে নিয়ে এবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই যেন এগোনো শুরু করলেন নেমার-টিটেরা।

সেরা তারকা খেলোয়ার নেইমার

বিশ্বের অন্যতম সেরা খেলোয়ার নেইমার। ব্রাজিল যেমন এক নম্বর দল হিসেবে বিশ্বকাপে যাচ্ছে, ট্রান্সফার ফির হিসাবে নেইমারও তেমনি সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমাটা নিয়েই এ আসরে অংশ নিচ্ছেন। প্যারিস সেন্ত জার্মেইতে নাম লেখানোর পর থেকেই চোট, সেই সূত্রে ফর্মহীনতা তাঁকে ভুগিয়েছে। তবে এবারের বিশ্বকাপের জন্য তিনি বেশ ভালোভাবেই তৈরি। মৌসুমটা শুরু করেছেন দারুণভাবে। ১৯ ম্যাচে ১৫ গোল, ১২ অ্যাসিস্ট। বিশ্বকাপ বাছাইয়েও ছিলেন গোলের মধ্যে। জাতীয় দলে আর দুই গোল হলেই পেলের ৭৭ গোলের রেকর্ড ছোঁবেন তিনি।

ব্রাজিল কোচ তিতে

ব্রাজিল কোচ তিতে। ২০১৪ বিশ্বকাপের ১-৭ বিপর্যয় এবং তার পরের শতবর্ষ কোপার গ্রুপ পর্ব থেকে বিদায়ের প্রেক্ষাপটে ব্রাজিল দলের দায়িত্ব নেন তিতে। সেখান থেকে দলটাকে র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরিয়েছেন। রাশিয়া বিশ্বকাপে অবশ্য ভালো করতে পারেনি তাঁর দল। তবে এবারের বিশ্বকাপে বাছাইয়ে অন্যদের ধরাছোঁয়ার বাইরে ছিল ব্রাজিল। তিতের অধীনে ৭৬ ম্যাচে ৫৭ জয় সেলেসাওদের, ১৪ ড্র ও পাঁচ হার।

ব্রাজিলের শক্তি ও দুর্বলতা

  • শক্তি : ব্রাজিল স্কোয়াড ভারসাম্যপূর্ণ। তবে নেইমার, ভিনিসিয়ুসদের নিয়ে আক্রমণভাগ যেকোনো দলের জন্য হুমকি।
  • দুর্বলতা : ইউরোপীয় দলগুলোর বিপক্ষে পরীক্ষা হয়নি, আগের চার আসরেই তাদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে।

ব্রাজিলের জার্সি

ব্রাজিলের জার্সি
Brazil world cup football jersey 2022

বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স

  • ১৯৩০     :           গ্রুপ পর্ব
  • ১৯৩০     :           গ্রুপ পর্ব
  • ১৯৩৪     :           প্রথম রাউন্ড
  • ১৯৩৮     :           তৃতীয়
  • ১৯৫০     :           রানার্স আপ
  • ১৯৫৪     :           কো. ফাইনাল
  • ১৯৫৮     :           চ্যাম্পিয়ন
  • ১৯৬২     :           চ্যাম্পিয়ন
  • ১৯৬৬     :           গ্রুপ পর্ব
  • ১৯৭০     :           চ্যাম্পিয়ন
  • ১৯৭৪     :           চতুর্থ
  • ১৯৭৮     :           তৃতীয়
  • ১৯৮২     :           দ্বিতীয় রাউন্ড
  • ১৯৮৬     :           কো. ফাইনাল
  • ১৯৯০     :           শেষ ষোলো
  • ১৯৯৪     :           চ্যাম্পিয়ন
  • ১৯৯৮     :           রানার্স আপ
  • ২০০২     :           চ্যাম্পিয়ন
  • ২০০৬     :           কো. ফাইনাল
  • ২০১০     :           কো. ফাইনাল
  • ২০১৪     :           চতুর্থ
  • ২০১৮     :           কো. ফাইনাল

ব্রাজিলের খেলা কবে ২০২২ বাংলাদেশ সময়

এই বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ বা খেলা সার্বিয়ার বিপক্ষে, তারিখ ২৪ নভেম্বর ২০২২ দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়)।

  • ব্রাজিল vs সার্বিয়া। ২৪ নভেম্বর ২০২২ রাত ১টা। লুসাইল স্টেডিয়াম।
  • ব্রাজিল vs সুইজারল্যান্ড। ২৮ নভেম্বর ২০২২ রাত ১০টা
  • ব্রাজিল vs ক্যামেরুন। ২ ডিসেম্বর ২০২২ রাত ১টা । লুসাইল স্টেডিয়াম।

এন নজরে ব্রাজিল জাতীয় ফুটবল দল ২০২২

এন নজরে ব্রাজিল জাতীয় ফুটবল দল ২০২২
এন নজরে ব্রাজিল জাতীয় ফুটবল দল ২০২২

Brazil team members 2022 world cup / কাতার বিশ্বকাপ ২০২২ আর্জেন্টিনা প্লেয়ার লিস্ট

Brazil world cup squad 2022 :

  • GK: Alisson Becker (Liverpool)
  • GK: Ederson (Manchester City)
  • GK: Weverton (Palmeiras)
  • DF: Dani Alves (UNAM)
  • DF: Thiago Silva (Chelsea)
  • DF: Marquinhos (PSG)
  • DF: Danilo (Juventus) 
  • DF: Alex Telles (Sevilla)
  • DF: Alex Sandro (Juventus)
  • DF: Eder Militao (Real Madrid)
  • DF: Bremer (Juventus)
  • MF: Bruno Guimarães (Newcastle)
  • MF: Casemiro (Real Madrid)
  • MF: Lucas Paqueta (Lyon)
  • MF: Fabinho (Liverpool)
  • MF: Fred (Manchester United)
  • MF: Everton Ribeiro (Flamengo)
  • FW: Neymar (PSG)
  • FW: Gabriel Jesus (Arsenal)
  • FW: Vinicius Junior (Real Madrid)
  • FW: Antony (Manchester United)
  • FW: Richarlison (Tottenham)
  • FW: Raphinha (Barcelona)
  • FW: Rodrygo (Real Madrid) 
  • FW: Gabriel Martinelli (Arsenal)
  • FW: Pedro (Flamengo)

বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ - Brazil team members 2022 world cup
বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ – Brazil team members 2022 world cup

আরো পড়ুন :

Rate this post

Leave a Reply

BD Results App