ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ score, পরিসংখ্যান ২০২২, জাতীয় দলের খেলোয়ার, রেকর্ড ২০২২ [Brazil vs Cameroon]


এডু ডেইলি ২৪ প্রকাশ: ডিসেম্বর ৩, ২০২২, ১২:২০ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১৩ অপরাহ্ন /
ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ score, পরিসংখ্যান ২০২২, জাতীয় দলের খেলোয়ার, রেকর্ড ২০২২ [Brazil vs Cameroon]

ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ score, পরিসংখ্যান ২০২২, জাতীয় দলের খেলোয়ার, রেকর্ড ২০২২ – এ ব্যাপারে বিস্তারিত এখানে আলোচনা করা হলো। FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২-এ জি গ্রুপে ব্রাজিল। এই বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্যামেরুন ম্যাচটি হবে ২ ডিসেম্বর ২০২২ তারিখ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। জি গ্রুপের দলগুলো হলো- ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

Brazil vs Cameroon live score 2022

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

খেলা :ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার
মোট অংশগ্রহণকারী দেশ :৩২টি দেশ / দল
ভেন্যু :কাতার
বাংলাদেশ সময় কখন হবে :বিকাল, সন্ধ্যা ও রাতে
বিশ্বকাপ উদ্বোধন / ১ম ম্যাচ :২০ নভেম্বর ২০২২
ফিফার ওয়েবসাইট :https://www.fifa.com
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

ব্রাজিল বনাম ক্যামেরুন রেকর্ড / চমক ২০২২

  • ক্যামেরুনের বিপক্ষে বদলী বেঞ্চ ঝালিয়ে দেখতে পারেন তিতে। শুরু থেকে খেলার সুযোগ পেলে গ্যাব্রিয়েল জেসুস, অ্যান্তোনি, রদ্রিগোরা কেমন করেন সেটা দেখতে মুখিয়ে থাকবে সেলেসাও ভক্তরা। কাসেমিরোর অনুপস্থিতিতে মাঝমাঠে গুইমারেস-ফ্যাবিনহো জুটি কেমন করেন সেটাও পরখ করে দেখতে পারেন কোচ। রক্ষণে দেখা মিলতে পারে জীবন্ত কিংবদন্তি দানি আলভেসের।

  • এরিক ম্যাক্সিম চুপো-মোটিং, ভিনসেন্ট আবুবকরদের বজায় রাখতে হবে গত ম্যাচের নিখুঁত ফিনিশিং। সঙ্গে কার্ল টোকো একামবিকেও ত্রাস ছড়াতে হবে আক্রমণভাগে। মাঝমাঠে আন্দ্রে অ্যাঙ্গুইসা, মার্টিন হংলাদের খেলতে হবে নির্ভীক ফুটবল। ডিফেন্সে জন চার্লস ক্যাসটেলেট্টো, নিকোলাস এনকোলোদের অতিমাত্রায় সতর্ক থাকতে হবে দ্রুতগতির ব্রাজিলিয়ান আক্রমণ রুখতে।

ব্রাজিল বনাম ক্যামেরুন পরিসংখ্যান ২০২২

  • ১) বিশ্বকাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও ক্যামেরুন। দুটি ম্যাচেই জিতেছে ব্রাজিল। ১৯৯৪ সালে ৩-০ ব্যবধানে এবং ২০১৪ সালে ৪-১ ব্যবধানে জয় পায় সেলেসাওরা।
  • ২) তবে সবমিলিয়ে দুই দল ছয়বার মুখোমুখি হয়েছে, যেখানে ব্রাজিল জিতেছে পাঁচবার। ২০০৩ সালে ফিফা কনফেডারেশন কাপে একমাত্র জয়টি আসে ক্যামেরুনের।
  • ৩) আফ্রিকান প্রতিপক্ষের সঙ্গে ফিফা বিশ্বকাপের সাতটি ম্যাচেই জিতেছে ব্রাজিল। যেখানে তারা গোল দিয়েছে ২০টি এবং হজম করেছেন মাত্র দুইটি।
  • ৪) হারলে বা ড্র করলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ক্যামেরুন। এর আগে ১৯৯০ আলে প্রথম রাউন্ড পার হতে পেরেছিল তারা।
  • ৫) বিশ্বকাপে আগের সাত আসরে কখনোই গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততে পারেনি ক্যামেরুন। দুটি ড্র ও পাঁচটি হার।
  • ৬) ২০২২ বিশ্বকাপে এখনও কোনো শট অন টার্গেটের মুখোমুখি হয়নি ব্রাজিল। এর আগে ১৯৯৮ সালে নিজেদের প্রথম দুই ম্যাচে কোনো অন টার্গেট শটের মুখোমুখি হয়নি ফ্রান্স।

ব্রাজিল বনাম ক্যামেরুন লাইন আপ

ব্রাজিল ও ক্যামেরুন জাতীয় দলের খেলোয়ার তালিকা ও মাঠের ফর্মেশন

  • ব্রাজিল (৪-৩-৩)
  • এডারসন (গোলরক্ষক)
  • সান্দ্রো
  • সিলভা
  • মার্কুইনহোস
  • মিলিতাও
  • গুইমারেস
  • ক্যাসেমিরো
  • ফ্রেদ
  • ভিনিসিউস
  • রাফিনহা
  • রিচার্লিসন

  • সুইজারল্যান্ড (৪-৩-৩):
  • এপাসি (গোলরক্ষক)
  • ফাই
  • ক্যাসটেলোট্টো
  • এনকোলো
  • টোলো
  • হংলা
  • অ্যাঙ্গুইসা
  • কুন্দে
  • আবুবকর
  • চুপো-মোটিং,
  • একামবি

খেলা কবে, কোন স্টেডিয়ামে

  • ব্রাজিল বনাম ক্যামেরুন এর খেলার তারিখ ২ ডিসেম্বর ২০২২ তারিখ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়
  • ভেন্যু / মাঠ : লুসাইল স্টেডিয়াম, দোহা, কাতার

ব্রাজিল কত বার বিশ্বকাপ জিতেছে

  • ব্রাজিল বিশ্বকাপে অংশ নিয়েছে ২১ বার
  • ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ৫ বার (সর্বশেষ ২০০২ সালে)

Brasil আঞ্চলিক টুর্নামেন্টের পরিসংখ্যান

প্রধান শিরোপাব্রাজিল
বিশ্বকাপ
কোপা আমেরিকা
কনফেডারেশন্স কাপ
প্যান আমেরিকান কাপ
মোট২০
Argentina vs Brasil পরিসংখ্যান

আরো পড়ুন :

Rate this post