ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া লাইভ score, পরিসংখ্যান ২০২২, জাতীয় দলের খেলোয়ার, রেকর্ড ২০২২ [Brazil vs South Korea]

ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া লাইভ score, পরিসংখ্যান ২০২২, জাতীয় দলের খেলোয়ার, রেকর্ড ২০২২ - এ ব্যাপারে বিস্তারিত এখানে আলোচনা করা হলো। FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২-এর নক আউট বা ২য় রাউন্ডে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ ৫ ডিসেম্বর ২০২২ দিবাগত রাত ১টা থেকে। এই ম্যাচে যে দল হারবে, নিয়ম অনুযায়ী সেই পরাজিত দল চলতি বিশ্বকাপ থেকে বিদায় নেবে।

  • ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এই দুই দলের মধ্যকার পরিসংখ্যানেও অনেক এগিয়ে ব্রাজিল। ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭ ম্যাচে। যেখানে আধিপত্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সাত ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে হলুদ শিবির। দক্ষিণ কোরিয়ার জয় এক ম্যাচে। শেষ চার ম্যাচে সন হিয়ং মিনের দলকে ব্রাজিল দিয়েছে ১৩ গোল। সব মিলিয়ে ৭ ম্যাচে দক্ষিণ কোরিয়ার ৫ গোলের বিপরীতে ব্রাজিল দিয়েছে ১৬ গোল।

  • ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ কোরিয়া যে ম্যাচটায় জিতেছিল, তার স্কোরলাইন ১-০। অন্যদিকে ব্রাজিলের সবচেয়ে বড় ব্যবধানে জয়টি ৫-১ গোলের। সর্বপ্রথম ১৯৯৫ সালে মুখোমুখি হয়েছিল দুদল। সেই ম্যাচে ব্রাজিল জিতে ১-০ গোলে। সবশেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল তিতের শিষ্যরা।

Brazil vs South Korea live score 2022

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

খেলা :ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার
মোট অংশগ্রহণকারী দেশ :৩২টি দেশ / দল
ভেন্যু :কাতার
বাংলাদেশ সময় কখন হবে :বিকাল, সন্ধ্যা ও রাতে
বিশ্বকাপ উদ্বোধন / ১ম ম্যাচ :২০ নভেম্বর ২০২২
ফিফার ওয়েবসাইট :https://www.fifa.com
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া রেকর্ড / চমক ২০২২

  • গ্রুপ পর্বের তিন ম্যাচেই ফিনিশিং ব্যর্থতা পুড়িয়েছে ব্রাজিলকে। এই ম্যাচে ভিনিসিউসকে সতর্ক থাকতে হবে এই ব্যাপারে। গতি ও ড্রিবলিংয়ের দুর্দান্ত ঝলকে প্রতিপক্ষকে কেবল বোকা বানালেই চলবে না, গোলও করতে হবে রিয়াল তারকাকে। সঙ্গে রিচার্লিসনকে রাখতে হবে অবদান। মাঝমাঠে কাসেমিরোকে আরও একবার দিতে হবে নেতৃত্ব।

  • দলের সবচেয়ে বড় তারকা সন নিজের সেরা রূপে ফিরবেন, সেই আশায় থাকবেন কোরিয়া ভক্তরা। ঘানার বিপক্ষে জোড়া গোল করা চো গুয়ে-সুংয়ের ওপরও থাকবে প্রত্যাশার চাপ। 

ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া পরিসংখ্যান ২০২২

  • ১. এই প্রথম বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। আগের সাতটি মোকাবিলা ছিল প্রীতি ম্যাচে যার ছয়টিই জিতেছে সেলেসাওরা। একটি জয় কোরিয়ানদের।
  • ২. ২০০২ সালের পর আর কখনোই ফাইনাল পর্যন্ত যেতে পারেনি ব্রাজিল। সেই আসরে সর্বশেষ শিরোপার উল্লাসে মেতেছিল লাতিন দলটি।
  • ৩. বিশ্বকাপে সর্বশেষ ১০ ম্যাচের চারটিতে হার নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।
  • ৪. সর্বশেষ সাতটি বিশ্বকাপেই দ্বিতীয় রাউন্ড সফলভাবে পার হয়েছে ব্রাজিল। সবশেষ ১৯৯০ সালে আর্জেন্টিনার বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে বাদ পড়েছিল পাঁচবারের শিরোপাধারীরা।
  • ৫. ২০১০ বিশ্বকাপের পর এবারই প্রথম নকআউট পর্বে পা রেখেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই আসরে শেষ ষোলো থেকে উরুগুয়ে ছিটকে দিয়েছিল তাদের।
  • ৬. নিজেদের সর্বশেষ ১১টি বিশ্বকাপ ম্যাচের মাত্র একটি জিততে পেরেছে দক্ষিণ কোরিয়া। সেটি ছিল চলতি আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে।
  • ৭. বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো একমাত্র এশিয়ান দল দক্ষিণ কোরিয়া। ২০০২ সালে এই কীর্তি অর্জন করেছিল তারা। সেই বিশ্বকাপের সহ আয়োজকও ছিল দেশটি।
  • ৮. কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে পা রাখা দলগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া একমাত্র দল যাদের ম্যানেজার তাদের দেশের কেউ নন। পর্তুগিজ কোচ পাওলো বেন্তোর অধীনে রয়েছে দলটি।

ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া লাইন আপ

ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া জাতীয় দলের খেলোয়ার তালিকা ও মাঠের ফর্মেশন

  • ব্রাজিল (৪-৩-৩)
  • এডারসন (গোলরক্ষক)
  • সান্দ্রো
  • সিলভা
  • মার্কুইনহোস
  • মিলিতাও
  • গুইমারেস
  • ক্যাসেমিরো
  • ফ্রেদ
  • ভিনিসিউস
  • রাফিনহা
  • রিচার্লিসন

  • দক্ষিণ কোরিয়া (৪-২-৩-১)
  • কিম সেউং-গিউ (গোলরক্ষক)
  • মুন-হোয়ান কিম
  • মিন জায়ে কিম
  • ইয়ং-গুওন কিম
  • জিন-সু কিম
  • ইন-বিয়ম হোয়াং
  • উ ইয়ং জুং
  • উ-ইয়ং জিয়ং
  • হিউয়েং মিম সন
  • হি-চ্যান হোয়াং
  • গুয়ে-সুং চো

খেলা কবে, কোন স্টেডিয়ামে

  • ব্রাজিল বনাম ক্যামেরুন এর খেলার তারিখ ৫ ডিসেম্বর ২০২২ (সোমবার) তারিখ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।
  • ভেন্যু / মাঠ : ৯৭৪ স্টেডিয়াম, দোহা, কাতার

ব্রাজিল কত বার বিশ্বকাপ জিতেছে

  • ব্রাজিল বিশ্বকাপে অংশ নিয়েছে ২১ বার
  • ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ৫ বার (সর্বশেষ ২০০২ সালে)

Brasil আঞ্চলিক টুর্নামেন্টের পরিসংখ্যান

প্রধান শিরোপাব্রাজিল
বিশ্বকাপ
কোপা আমেরিকা
কনফেডারেশন্স কাপ
প্যান আমেরিকান কাপ
মোট২০
Argentina vs Brasil পরিসংখ্যান

Brazil vs South kore live in Bangladeshi tv / Brazil banam Dakshin korea live

আরো পড়ুন :

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24

Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.