ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ score, জাতীয় ফুটবল দল, রেকর্ড, পরিসংখ্যান, ভবিষ্যদ্বাণী ও লাইন-আপ ২০২২

Content Freshness & Accuracy

Last updated: Oct 14, 2025
Verified
Updated 17 hours ago

ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ live, জাতীয় ফুটবল দল, রেকর্ড, পরিসংখ্যান, ভবিষ্যদ্বাণী (prediction) ও লাইন-আপ ২০২২ এই পোস্টে তুলে ধরা হলো। ব্রাজিল vs সার্বিয়া দলের খেলা বাংলাদেশ সময় ২৪ নভেম্বর ২০২২ (বৃহস্পতিবার) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হয়েছে। FIFA বিশ্বকাপ ফুটবল ২০২২ শুরুর ৫ম দিনের গ্রুপ-জি এর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে সার্বিয়া

২০২২ সালের এই ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য নির্ধারিত হয়েছে G group-এ। এই গ্রুপের দল বা দেশগুলো হচ্ছে ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

  • এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক ৫বার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২ সালে)।

FIFA world cup 2022 Live Score [Group-D]

ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচে চমক

  • ম্যাচে ভালো করতে ব্রাজিলের আক্রমণের নেতৃত্ব দিতে হতে হবে নেইমারকে। সঙ্গে ভিনিসিউস-রাফিনহা-রদ্রিগো-রিচার্লিসনরা গতির ঝড়ের পাশাপাশি ড্রিবলিং ঝলক দেখালে ভয়ংকর হয়ে উঠতে পারে সেলেসাওরা।

  • সার্বিয়ারও আছে অভিজ্ঞ ও সম্ভাবনাময়ী কিছু তারকা। সার্গেই মিলিনকোভিচ-স্যাভিচ মাঝমাঠে নেতৃত্ব দেবেন। আক্রমণের দায়িত্বটা সামলাতে হবে দুসান তাদিচ-দুসান ভ্লাহোভিচ-লুকা জোভিচদেরই।

ফিফা বিশ্বকাপ ২০২২ : ব্রাজিল vs সার্বিয়া

  • কাতার বিশ্বকাপে দেখা মিলছে দুর্দান্ত ফুটবলের। ছেড়ে কথা বলছে না ছোট দলগুলোও। বৃহস্পতিবার অন্যতম ফেভারিট ব্রাজিল মাঠে নামবে সার্বিয়ার বিপক্ষে। নেইমারের দলের সেই বাধা অনায়াসে উতরে যাওয়ার কথা থাকলেও এবার শিরোপাপ্রত্যাশীদের হোঁচট খাওয়া হয়ে পড়েছে স্বাভাবিক ঘটনা।

  • ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা।

ব্রাজিল বনাম সার্বিয়া পরিসংখ্যান / Fact

  • ১) ১৯৩৪ সালের বিশ্বকাপে বেলগ্রেডে ৮-৪ গোলের ব্যবধানে হারের পর থেকে সার্বিয়ার (যুগোস্লাভিয়া সহ) বিপক্ষে ১৭ ম্যাচে অপরাজিত ব্রাজিল।
  • ২) শেষ ১৫টি বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত ব্রাজিল। জিতেছে ১২টি ম্যাচে। গ্রুপ পর্বে তাদের শেষ পরাজয় ১৯৯৮ সালে নরওয়ের বিপক্ষে।
  • ৩) ব্রাজিলের শেষ ১৯টি বিশ্বকাপ গোলে ৪২ শতাংশ সরাসরি জড়িত নেইমার। ছয়টি গোল করেছেন এবং দুটিতে সহায়তা করেছেন।

  • ৪) সার্বিয়া (সার্বিয়া ও মন্টিনিগ্রো সহ) গত পাঁচটি বিশ্বকাপের মধ্যে চারটিতে যোগ্যতা অর্জন করেছে। কিন্তু নয় ম্যাচের মধ্যে সাতটিতে হেরেছে তারা।
  • ৫) টানা ১৩টি আসরে বিশ্বকাপের গ্রুপ পর্ব পার হয়েছে ব্রাজিল। সবশেষ ১৯৬৬ সালে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল সেলেসাওরা।

  • ৬) ব্রাজিলের বর্তমান দলের সর্বোচ্চ গোলদাতা নেইমার। বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি গোল করেছেন এবং দুটি অ্যাসিস্ট করেছেন।
  • ৭) আলেকজান্ডার মিত্রোভিচ সার্বিয়ার হয়ে ২০১৮ বিশ্বকাপে ১৪টি শট নিয়ে মাত্র একটি গোল করতে পেরেছেন।
  • ৮) তিতের অধীনে ব্রাজিল তাদের ২৪টি ম্যাচের মধ্যে ১৯টি জিতেছে (৪টি ড্র ও ১টি হার)।

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

খেলা :ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ কাতার
মোট অংশগ্রহণকারী দেশ :৩২টি দেশ / দল
ভেন্যু :কাতার
বাংলাদেশ সময় কখন হবে :বিকাল, সন্ধ্যা ও রাতে
বিশ্বকাপ উদ্বোধন / ১ম ম্যাচ :২০ নভেম্বর ২০২২
ফিফার ওয়েবসাইট :https://www.fifa.com
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

খেলা কখন কোথায়?

  • দল / দেশ : ব্রাজিল বনাম সার্বিয়া
  • কখন : Brazil vs Serbia এর খেলা বাংলাদেশ সময় ২৪ নভেম্বর ২০২২ (বৃহস্পতিবার) দিবাগত রাত ১টায়।
  • খেলার মাঠ বা ভ্যেনু : লুসাইল স্টেডিয়াম, কাতার।

কাতার বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াড

ব্রাজিল জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :

ব্রাজিল দলের মাঠের অবস্থান বা ফর্মেশন : ৪-২-৩-১

  • ব্রাজিলের প্রথম একাদশ :
  • অ্যালিসন (গোলরক্ষক)
  • দানিলো
  • সিলভা
  • মার্কুইনহোস
  • সান্দ্রো
  • পাকেতা
  • ক্যাসেমিরো
  • ভিনিসিউস
  • রাফিনহা
  • নেইমার
  • রিচার্লিসন

কাতার বিশ্বকাপে সার্বিয়া স্কোয়াড

সার্বিয়া জাতীয় দলের খেলোয়ারদের নাম ও তালিকা :

সার্বিয়া দলের মাঠের অবস্থান বা ফর্মেশন : ৩-৫-১-১

  • সার্বিয়া: (৩-৫-১-১) স্যাভিচ (গোলরক্ষক)
  • মিত্রোভিচ
  • মিলেনকোভিচ
  • পাভলোভিচ
  • কস্তিচ
  • গুদলেই
  • মিলিনকোভিচ-স্যাভিচ
  • লুকিচ
  • জিভকোভিচ
  • তাদিচ
  • ভ্লাহোভিচ

ব্রাজিল বনাম সার্বিয়া ভবিষ্যৎবাণী : কোন দলের জেতার সম্ভাবনা

মানুষ কখনোই কোনো কিছুর ভবিষ্যতবানী করতে পারে না, তবে দৃশ্যমান শক্তি ও বাস্তবতার আলোকা ধারনা করতে পারে। কোনো কোনো সময় এই ধারনা সত্যি হয়, কখনো হয় না। ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে-কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে পারফরমেন্সের ব্যাপারে ধারনা পাওয়া যায়।

  • ব্রাজিল বনাম সার্বিয়া খেলায় নি:সন্দেহে ব্রাজিল এগিয়ে থাকবে। তবে দুর্বল দলের কাছেও বড় দলের হারের নজির বহু আছে।

  • বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল। অন্যদিকে সবশেষ ২০০৬, ২০১০ ও ২০১৮ বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ জিতেছে সার্বিয়া। তবে নিজেদের দিনে তারাও ঘটাতে পারে অঘটন।

FIFA world cup 2022 Brazil vs Serbia Live streaming TV broadcast

Brazil vs Serbia football world cup LIVE STREAMING

Brazil vs Serbia LIVE STREAMING Link : https://www.crichd.com/serbia-vs-brazil-2

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24 Senior Writer

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.