যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের উন্মাদনা ত্যাগ করার আহ্বান চীনের

যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের উন্মাদনা ত্যাগ করার আহ্বান চীনের
জানুয়ারি ১৬: ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের প্রতি উন্মাদনা ত্যাগ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য’অ্যাফেয়ার্স সুন লেই। গতকাল (বৃহস্পতিবার) ইরানের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের এক জরুরি উন্মুক্ত সভায় বক্তব্য রাখার সময় এ আহ্বান জানান তিনি। সুন লেই বলেন, ইরানের সাম্প্রতিক পরিস্থিতি ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। যুক্তরাষ্ট্র ,ইরানের পরিস্থিতি নিয়ে ক্রমাগত ঘোষণা দিয়ে চলেছে এবং ইরানের বিরুদ্ধে প্রকাশ্যে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তেজনাময় হয়ে উঠছে এবং আসন্ন সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। চীন ধারাবাহিকভাবে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের উদ্দেশ্য মেনে চলার পক্ষে, আন্তর্জাতিক সম্পর্কে বল প্রয়োগ বা হুমকির বিরোধিতা করে, অন্যান্য দেশের উপর তার ইচ্ছা চাপিয়ে দেওয়ার বিরোধিতা করে এবং ‘জঙ্গলের আইনে’ ফিরে যাওয়ার বিরোধিতা করে। চীন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা দৃঢ়ভাবে সমর্থন করে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বর্তমান সমস্যাগুলো কাটিয়ে উঠতে এবং জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ইরানের সরকার ও জনগণকে সমর্থন করার আহ্বান জানায় বেইজিং। সুন লেই জোর দিয়ে বলেন যে, বল প্রয়োগ সমস্যার সমাধান করতে পারে না; এটি কেবল বিষয়গুলোকে আরও জটিল করে তুলবে। চীন যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি মেনে চলার এবং বলপ্রয়োগের প্রতি তার উন্মাদনা ত্যাগ করার আহ্বান জানিয়েছে। চীন সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। সুন লেই আরও বলেন, চীন আশা করে যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক দেশগুলোর আহ্বানের প্রতি সাড়া দেবে এবং বিপরীতের পরিবর্তে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে আরও বেশি কিছু করবে। সকল দেশের উচিত শান্তি প্রচার এবং সংঘাতের অবসানে গঠনমূলক ভূমিকা পালন করা এবং উত্তেজনা বৃদ্ধি বা আগুনে ঘি ঢালা এড়ানো। (রুবি/হাশিম/সুবর্ণা) 中方呼吁美方对伊朗放下武力执念 中国常驻联合国代表团临时代办孙磊15日在安理会伊朗局势紧急公开会上发言,呼吁美方对伊朗放下武力执念。 孙磊说,近期,伊朗国内形势引发广泛关注。美国就伊朗局势持续发声,公然对伊朗发出武力威胁,中东地区战云密布,紧张气氛不断加剧。中方一贯主张遵守《联合国宪章》宗旨和国际法,反对在国际关系中使用或威胁使用武力,反对将本国意志强加于别国,反对世界倒退回“丛林法则”。中方支持维护伊朗主权、安全和领土完整,呼吁国际社会支持伊朗政府和人民克服当前困难,维持国家安全和社会稳定。 孙磊强调,武力解决不了问题,只会使问题更加复杂难解。中方呼吁美方恪守《联合国宪章》宗旨和原则,放下武力执念。中方呼吁各方保持克制,共同为维护世界和平与安全发挥应有作用。 孙磊指出,中方希望美方等有关方面正视国际社会和地区国家呼声,多做有利于中东和平稳定的事,而不是相反。各国应为劝和止战发挥建设性作用,避免激化矛盾、火上浇油。

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.