বাংলাদেশ রেলওয়েতে শূন্য পদ ২২,৭০৪টি

Rate this post

বর্তমানে রেলওয়েতে শূন্য পদ ২২,৭০৪টি। ১৩ জুন জাতীয় সংসদে সরকারি দলী সাংসদ মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী এ তথ্য দেন।

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, রেলওয়ের শূন্য পদ এখন ২২,৭০৪টি। এর মধ্যে ‌১ম শ্রেণির ২০১টি, ২য় শ্রেণির ১,৬০১টি, ৩য় শ্রেণির ৮,৫৭৫টি এবং ৪র্থ শ্রেণির ১২,৩২৭টি পদ শুন্য রয়েছে।

তিনি আরো জানান, এসব পদের মধ্যে ১ম শ্রেণির ১৪টি ও ২য় শ্রেণির ৫৫৪টি পদের চাহিদা ইতোমধ্যে পিএসসিতে পাঠানো হয়েছে।

৩য় ও ৪র্থ শ্রেণির ৭,৩৫১টি পদের ছাড়পত্র পাওয়া গেছে। এর মধ্যে ৩য় শ্রেণির ৪৪১টি এবং ৪র্থ শ্রেণির ২,৮১২টিসহ ৩,২৫৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী ১৭ জুন এএলএম গ্রেড-২ ও গার্ড গ্রেড-২ পদের নিয়োগ পরীক্ষা হবে।

আরো পড়ুন : ৬৮৪টি পদে রেলওয়েতে গেটম্যান পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *