দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ১৭-৩১ মার্চ বন্ধ
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৭ মার্চ (মঙ্গলবার) থেকে ৩১ মার্চ ২০২০ (মঙ্গলবার) পর্যন্ত স্কুল-কলেজ, মাদরাসা-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
১৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
এদিকে, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে শিক্ষা কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৮ মার্চ থেকে ২৮ মার্চ ২০২০ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। অনেক দেশেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।