ডিসেম্বর ২: হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার গতকাল (সোমবার) ঘোষণা করেছে যে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের চিকিৎসা খরচ সম্পূর্ণভাবে মওকুফ করা হবে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের চিকিৎসা চাহিদা আরও পূর্ণভাবে মেটানোর জন্য, হংকং চিকিৎসা ও স্বাস্থ্য ব্যুরো বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এই অগ্নিকাণ্ডে সরকারি হাসপাতালে পাঠানো আহত ব্যক্তিদের পুরো চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় প্রয়োজনীয় চিকিৎসা সেবার সম্পূর্ণ খরচ মওকুফ করা হবে; ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮টি ভবনের সকল বাসিন্দা সম্পূর্ণ চিকিৎসা খরচ মওকুফের সুবিধা পাবেন।এদিন দুপুর ১টা পর্যন্ত, হংকং সরকার প্রতিষ্ঠিত ‘তাইপো হং ফুক ইউয়ান সহায়তা তহবিল’ মোট ১৩০ কোটি হংকং ডলার আনুদান পেয়েছে, সরকারের ৩০ কোটি হংকং ডলার অর্থসহ, তহবিলের মোট পরিমাণ প্রায় ১৬০ কোটি হংকং ডলার হয়েছে, যা বাসিন্দাদের বাড়িঘর পুনর্নির্মাণে সহায়তা করতে ব্যবহৃত হবে।
এর আগে হংকং সরকার ঘোষণা করেছে যে তহবিল থেকে প্রত্যেক মৃত্যের পরিবারকে ২ লাখ হংকং ডলার সমবেদনা অনুদান ও ৫০ হাজার হংকং ডলার অন্ত্যেষ্টিক্রিয়া খরচ প্রদান করা হবে। এছাড়া, তহবিল থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০ হাজার হংকং ডলার জীবনযাত্রা ভাতা প্রদান করা হবে।হংকং সরকার ২৭ নভেম্বর সন্ধ্যা থেকে ধাপে ধাপে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ হাজার হংকং ডলার জরুরি সাহায্য অনুদান প্রদান করেছে, গতকাল বিকাল ৪টা পর্যন্ত ১৮৬১টি পরিবারে তা বিতরণ করা হয়েছে। এদিন বিকাল ৪টা পর্যন্ত, অগ্নিকাণ্ডে ১৫১ জনের মৃত্যু হয়েছে। পুলিশ বলেছে যে, তারা ৩ সপ্তাহের মধ্যে অনুসন্ধান ও প্রমাণ সংগ্রহ সম্পন্ন করার চেষ্টা করছে। বর্তমানে ৫টি ভবনের অনুসন্ধান সম্পন্ন হয়েছে, এদিন তারা অবশিষ্ট দুটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভবনে অনুসন্ধান চালানোর জন্য আরও ৬০০ জন কর্মী পাঠিয়েছে। পুলিশ নিখোঁজ হওয়া ব্যক্তিদের বিষয়টি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, যাতে তাদের অবস্থা যত দ্রুত সম্ভব নিশ্চিত করা যায়।পুলিশের বাস্তব অনুসন্ধান ও প্রমাণ সংগ্রহ থেকে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া ভবনে ৭টি স্থান থেকে সংগ্রহ করা শেড নেটের নমুনা দাহ্যতা রোধের মান পূরণ করেনি। পূর্বে ৩টি প্রকৌশল কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি, পুলিশ আরও ১০ জনকে গ্রেফতার করেছে যারা বিভিন্ন প্রকৌশল বা প্রকৌশল পরামর্শক কোম্পানির সাথে সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত হত্যার অভিযোগ রয়েছে। (শিশির/হাশিম/স্বর্ণা)
香港特区政府为火灾受影响居民提供医疗费用减免服务
香港特区政府1日宣布,将为火灾受影响居民提供医疗费用减免服务。
为更全面满足受影响居民的医疗需要,特区政府医务卫生局作出专门安排:所有在这次火灾中送往公立医院的伤者,其整个治疗和复康过程所需医疗服务均会获全额费用豁免; 8栋楼宇的所有居民(均可享全额医疗费用减免安排至明年12月31日。
截至当日下午1时,特区政府成立的“大埔宏福苑援助基金”已收到外界捐款13亿港元,连同政府投入的3亿港元启动资金,基金总额已有约16亿港元,将用于协助居民重建家园。
特区政府此前宣布基金会就每位遇难者向家属发放20万港元慰问金及5万港元殓葬金。另外,特区政府也宣布基金会向每户受影响家庭发放5万港元生活津贴。
特区政府自11月27日晚陆续向每户受影响居民提供1万港元应急补助金,截至1日下午4时已向1861户发放。
截至1日上午,已有945名居民入住由民政及青年事务局协调的青年宿舍/营舍或酒店房间;另有1470名居民入住房屋局的过渡性房屋或香港房屋协会项目的单位。此外,政府继续开放两个庇护中心,供有需要的居民使用。
截至当天下午4时,火灾已造成151人遇难。警方表示,争取3周内完成搜索和搜证。目前已完成搜索5栋楼宇,当日再派出600多名人员进入余下两栋受灾最严重的楼宇进行搜索。警方会继续跟进报称失联人士个案,务求尽快确认他们的情况。
经警方实地调查搜证,在着火大楼中采集到7个地方的棚网样本,没有达到阻燃标准。除此前拘捕3名工程公司负责人外,警方再拘捕10名分别来自不同的工程或工程顾问公司的相关人士,罪名是涉嫌误杀。警方正多方面搜证,不排除有更多人被捕。
হংকং সরকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.