পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ১৫ দিন পর এইচএসসি পরীক্ষা
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ১৫ দিন পর এইচএসসি ও সমমান পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, পরিবেশ অনুকূলে আসলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। পরিস্থিতি অনুকূলে এলে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ১৫ দিন সময় দিয়ে পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করা হবে।
আজ (২০ আগস্ট ২০২০, বৃহস্পতিবার) সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এসব কথা জানান।
তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবহিত। আপনারা জানেন, দেশের এই পরিস্থিতিতে পরীক্ষা নেয়া সম্ভব নয়। এইচএসসিতে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী। পরীক্ষা নেয়ার জন্য আমরা প্রস্তুত। (পরীক্ষা কার্যক্রমে) ১৪ লাখ পরীক্ষার্থীর সঙ্গে আরো কয়েক লাখ লোকবল জড়িত। এতো সংখ্যক মানুষকে তো আমরা ঝুঁকির মধ্যে ফেলতে পারি না!
চলতি বছর (২০২০) এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।