আইনজীবী তালিকাভুক্তিতে বার কাউন্সিলের নতুন সিদ্ধান্ত

Rate this post

বাংলাদেশ বার কাউন্সিলে যেসব শিক্ষার্থী ২০১৭ সালের এমসিকিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) পরীক্ষায় পাস করেছেন, কিন্তু লিখিত পরীক্ষায় পাস করতে পারেননি, তাঁদের আর এ বছর এমসিকিউ পরীক্ষা দিতে হবে না । তাঁরা সরাসরি লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। ফলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য সাড়ে তিন হাজারের বেশি পরীক্ষার্থী সরাসরি লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

আইনজীবীদের নিয়ন্ত্রণকারী ও সনদ প্রদানকারী প্রতিষ্ঠান বার কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম গতকাল রবিবার এ তথ্য নিশ্চিত করেন।

বার কাউন্সিলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সুবিধাভোগী শিক্ষার্থীরা।

সূত্র : কালের কণ্ঠ । ১৬ সেপ্টেম্বর ২০১৯

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.