বার কাউন্সিলের প্রিলির ফলাফল প্রকাশ

Rate this post

বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলির ফলাফল প্রকাশিত হয়েছে। আইনজীবী তালিকাভুক্তির এ পরীক্ষায় (এমসিকিউ) পাস করেছে ৮,৭৬৪ জন প্রার্থী। শনিবার রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে (www.barcouncil.gov.bd) এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার অনুষ্ঠিতব্য আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার (এমসিকিউ) ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণদের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেতে হবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময় শিগগিরই জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, প্রিলি, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইনজীবী তালিকাভুক্তি করে বাংলাদেশ বার কাউন্সিল।

ফলাফল তালিকা : http://www.barcouncil.gov.bd/wp-content/uploads/Result-of-MCQ-28-02-2020.pdf

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.