এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং সাজেশন ২০২৩ | গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর| Short suggestions PDF
সব বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং সাজেশন ২০২৩ [গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর] এখানে দেওয়া হলো। কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের ইতোপূর্বে স্থগিত হওয়া এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মে ২০২৩। NCTB প্রণীত এসএসসি / নবম ও দশম শ্রেণির / এসএসি ফিন্যান্স ও ব্যাংকিং বইয়ের অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন (উত্তর) এখানে দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা পরীক্ষার আগ মুহূর্তের প্রস্তুতি সহজেই কম সময়ে নিতে পারে।
এসএসসি পরীক্ষা ২০২৩
পরীক্ষা | এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমান |
পরীক্ষার সাল | ২০২৩ |
পরীক্ষা শুরুর তারিখ | ৩০ এপ্রিল ২০২৩ |
পরীক্ষা শেষ হওয়ার তারিখ | ২৩ মে ২০২৩ |
২৪ মে থেকে ৩০ মে ২০২৩ | |
বোর্ড | সব শিক্ষা বোর্ড |
সিলেবাস | পূণর্বিন্যাসকৃত সিলেবাস (শর্ট সিলেবাস) |
ওয়েবসাইট | https://dhakaeducationboard.gov.bd |
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় সমূহ
- অধ্যায় ১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
- অধ্যায় ৩ : অর্থের সময়মূল্য
- অধ্যায় ৫ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন
- অধ্যায় ৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন
- অধ্যায় ১০ : বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি
- অধ্যায় ১১ : ব্যাংকের আমানত
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং সাজেশন ২০২৩ – গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর
অধ্যায় ভিত্তিক এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং সাজেশন ২০২৩ (গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন / নমুনা) এখানে দেওয়া হলো –
১ম অধ্যায়ের ফিন্যান্স ও ব্যাংকিং বহুনির্বাচনি প্রশ্ন ২০২৩ (MCQ)
১. নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কিরূপ?
ক ঊর্ধ্বমুখী
● বিপরীত
গ নিম্নমুখী
ঘ সমানুপাত
২. কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা হলো-
র. পর্যাপ্ত পরিমাণ অর্থ যোগান
রর. কয়েক মাসের জন্য মূলধন খাটানো
ররর. অর্থ বণ্টন-সংক্রান্ত সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩. ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী?
ক সাফল্য অর্জন
খ সুনাম অর্জন
গ সম্পদ অর্জন
● মুনাফা অর্জন
৪. অর্থায়ন কী নিয়ে কাজ করে?
ক বিনিময় ব্যবস্থাপনা
● তহবিল ব্যবস্থাপনা
গ মূলধন ব্যবস্থাপনা
ঘ মুনাফা ব্যবস্থাপনা
৫. বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়নের সাথে জড়িত-
ক অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন
খ পারিবারিক অর্থায়ন
● সরকারি অর্থায়ন
ঘ আন্তর্জাতিক অর্থায়ন
৬. অর্থায়ন ব্যবস্থার নীতিমালা-
i. তারল্য বনাম মুনাফা নীতি
ii. উপযুক্ততার নীতি
iii. কারবারে বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
সিলভা লিঃ ১০ কোটি টাকার শেয়ার বিক্রি করে। শেয়ারের মূল্য ২০০ টাকা হওয়ায় সব শ্রেণির শেয়ার ক্রয় করতে পারে।
৭. সিলভা লিমিটেড কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?
ক সমবায় সংগঠন
খ অংশীদার সংগঠন
● পাবলিক কোম্পানি
ঘ প্রাইভেট কোম্পানি
৮. সিলভা লিমিটেড কোম্পানির শেয়ারহোল্ডাররা পেতে পারে-
ক সুদ
খ কমিশন
গ বোনাস
● লভ্যাংশ
৯. পণ্য বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হয় কেন? (অনুধাবন)
ক দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুযোগ থাকায়
খ তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করায়
গ নিজস্ব মূলধন বিনিয়োগের সুযোগ থাকায়
● ব্যবসায় বাণিজ্যের কার্য পরিধি বৃদ্ধি পাওয়ায়
১০. কীভাবে উৎপাদন বা বিক্রয় খরচ ন্যূনতম রাখা সম্ভব হয়? (অনুধাবন)
ক আন্তর্জাতিক খাতে অর্থায়ন করে
খ সঠিক পণ্য নির্বাচন করে
● অর্থের সদ্ব্যবহার করে
ঘ তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করে
৩য় অধ্যায়ের ফিন্যান্স ও ব্যাংকিং MCQ প্রশ্ন ২০২৩
১. অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি?
● সুদের হার
খ মুদ্রা নীতি
গ অর্থের তারল্য
ঘ বর্ধিত মুনাফা
২. সুদাসলের ওপর প্রদান করা হয় নিচের কোনটি?
ক সরল সুদ
● চক্রবৃদ্ধি সুদ
গ মোট সুদ
ঘ নিট সুদ
৩. বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায়-
i. বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া
ii. অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া
iii. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
● ii ও iii
ঘ i, ii ও iii
৪. নিচের কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম?
ক সুদের হার নির্ধারণ
● বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ
গ আর্থিক অবস্থা নিরূপণ
ঘ ঋণের কিস্তি হ্রাস করা
৫. জনাব হারুন প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু টাকা তুলে ১২% সুদে ডিজিটাল ব্যাংকে ৫ বছরের জন্য রাখতে চাইলে ব্যাংক মেয়াদ শেষে তাকে ৫,০০,০০০.০০ টাকা দিতে চাইল। জনাব হারুন কত টাকা জমা রাখতে চান?
ক ২,০০,৭৩০.০০ টাকা
● ২,৮৩,৭২০.০০ টাকা
গ ৩,১৩,৫২০.০০ টাকা
ঘ ৪,৪০,০০০.০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৬, ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও
শুভ, সৈনিক ও মুন্না এই তিন বন্ধু একত্রে তাদের ব্যবসায়িক এলাকায় ‘কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং সেন্টার চালু করে। তাদের সার্ভিসিং সেন্টারের জন্য একটি কম্পিউটার ক্রয় করার আবশ্যকতা দেখা দেয়। ফলে স্থানীয় ব্যাংকসমূহের নিকট তারা ঋণ গ্রহণের প্রস্তাব করায় অ নামক ব্যাংকটি ২০% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে এবং ই ব্যাংক মাসিক ১০% চক্রবৃদ্ধি সুদে ২ বছর পর ঋণ পরিশোধ করার শর্তে ৫০,০০০/= টাকার ঋণ প্রদানে সম্মত হয়।
৬. কোন পদ্ধতি অনুসরণ করে বর্তমান মূল্য নির্ণয় করা হয়?
ক চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি
● বাট্টাকরণ পদ্ধতি
গ সরল সুদ নির্ণয়ের মাধ্যমে
ঘ EAR এর মাধ্যমে
৭. ‘অ’ ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে তাদেরকে কত টাকা পরিশোধ করতে হবে?
ক ৫০,০০০ টাকা
খ ৬০,০০০ টাকা
গ ৬২,০০০ টাকা
● ৭২,০০০ টাকা
৮. ‘ই’ ব্যাংক হতে ঋণ নেয়া হলে কত টাকা সুদ পরিশোধ করতে হতো?
ক ১০,৫৫৫.২০ প্রায়
● ১১,০১৯.৫৫ প্রায়
গ ১১,০৩০.২০ প্রায়
ঘ ১৩,০১৯.৫০ প্রায়
নিচের উদ্দীপকটি পড় এবং ১০নং প্রশ্নের উত্তর দাও :
শাওন তার বৃত্তির প্রাপ্ত ১,০০০ টাকা ১০% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে জমা রাখে। ২ বছর পর সে সুদসহ জমাকৃত অর্থ তুলে নেয়।
১০. শাওন কত টাকা পেল?
ক ১,১০০ টাকা
খ ১,২০০ টাকা
● ১,২১০ টাকা
ঘ ১,২০০ টাকা
৫ম অধ্যায়ের ফিন্যান্স ও ব্যাংকিং বহু নির্বাচনী প্রশ্ন ২০২৩
১. নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া?
● মূলধন বাজেটিং
খ অর্থের সময়মূল্য
গ বাট্টার হার নির্ধারণ
ঘ বিনিয়োগের ভবিষ্যৎ মূল্যনীতি
২. পে-ব্যাক সময় নির্ণয় সূত্র কোনটি?
ক বার্ষিক নগদ প্রবাহ বিনিয়োগ
● বিনিয়োগ বার্ষিক নগদ প্রবাহ
গ বিনিয়োগ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ
ঘ বার্ষিক নগদ বহিঃপ্রবাহ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ
৩. নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কী বলা হয়?
ক প্রারম্ভিক বিনিয়োগ
খ নগদ বহিঃপ্রবাহ
গ মোট চলতি ব্যয়
● মোট অবচয়
৪. মূলধন বাজেটিং-এর পদ্ধতিসমূহ নিচের কোনটির জন্য গুরুত্বপূর্ণ?
● প্রকল্প নির্বাচন
খ প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ
গ বিনিয়োগের লাভজনকতা নির্ণয়
ঘ প্রকল্পের মুনাফার হার নির্ণয়
৫. ডাঃ শামীমা নিজস্ব অর্থায়নে একটি হাসপাতাল স্থাপন ও পরিচালনা করেন। মূলধন বাজেটিংয়ের সাহায্যে তিনি নিচের কোন সিদ্ধান্ত নিবেন?
ক রোগীর ওষুধ ক্রয়
● এক্স-রে মেশিন ক্রয়
গ ওষুধের মূল্য নির্ধারণ
ঘ হাসপাতাল ভবনের রং পরিবর্তন
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ প্রশ্নের উত্তর দাও :
সিমান্ত কোম্পানির প্রধান নির্বাহী মিসেস বর্ণা একটি নতুন প্রকল্পে বিনিয়োগের লাভজনকতা নির্ণয়ের পূর্বে পর পর ৪ বছরের মুনাফার সাথে অবচয় যোগ না করেই মোট মুনাফাকে ৪ দ্বারা ভাগ করেন, কিন্তু মোট বিনিয়োগকে ২ দ্বারা ভাগ করেন।
৬. মিসেস বর্ণার অনুসৃত পদ্ধতি কোনটি?
● গড় মুনাফা হার
খ পে-ব্যাক সময়
গ নিট বর্তমান মূল্য
ঘ অভ্যন্তরীণ মুনাফার হার
৭. উদ্দীপকে নির্দেশিত পদ্ধতিটির সীমাবদ্ধতা হলো-
i. অর্থের সময় মূল্য উপেক্ষিত
ii. সকল নগদ প্রবাহের মূল্য সমান
iii. মুনাফা ও বিনিয়োগকে ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৮. মূলধন বাজেটিং প্রক্রিয়ায় জড়িত ধাপ-
● বাট্টার হার নির্ধারণ
খ মুনাফার হার নির্ধারণ
গ ঝুঁকির হার নির্ধারণ
ঘ সুদের হার নির্ধারণ
৯. গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র কোনটি?
ক গড় মোট মুনাফাগড় বিনিয়োগ
● গড় নিট মুনাফাগড় বিনিয়োগ
গ গড় মোট মুনাফামোট বিনিয়োগ
ঘ গড় নিট মুনাফামোট বিনিয়োগ
১০. মূলধন বাজেটিং-এর পদ্ধতি কয়টি?
ক দুইটি
খ তিনটি
● চারটি
ঘ পাঁচটি
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং প্রশ্ন ২০২৩ (৯ম অধ্যায়ের MCQ)
১. রাজশাহীর কোন অঞ্চলের রেশম উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত?
ক দেশি ব্যাংক
খ ভোক্তাদের ব্যাংক
গ জাতীয় ব্যাংক
● আঞ্চলিক ব্যাংক
২. মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা হলো-
i. সরকারকে সহায়তা দেয়া
ii. কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করা
iii. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
ক i
খ ii
● i ও ii
ঘ i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
সম্প্রতি আমাদের দেশের গ্রামে-গঞ্জে মহিলা উদ্যোক্তাদের সুবিধার্থে ‘ইকো ব্যাংকিং’ নামে একটি মহিলা ব্যাংকিং কার্যক্রম নতুনভাবে চালু করার কথা ভাবছেন।
৩. মহিলাদের জন্য বিশেষ এই ব্যাংকিং কার্যক্রম কোন ব্যাংকিং শ্রেণিবিভাগের অন্তর্গত?
ক কাঠামোভিত্তিক
খ মালিকানাভিত্তিক
গ নিয়ন্ত্রণভিত্তিক
● বিশেষ মক্কেলভিত্তিক
৪. মহিলাদের এই বিশেষায়িত ব্যাংক স্থাপনের মূল উদ্দেশ্য কী?
ক জীবনধারণের মানোন্নয়ন করা
● মহিলাদের সঞ্চয়ে উৎসাহিত করা
গ পৃথক ব্যাংকিং সিস্টেম চালু করা
ঘ মহিলাদেরকে আত্মকর্মসংস্থানের উৎসাহ দেওয়া
৫. সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কোনটি?
● দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা
খ জীবনযাত্রার মানোন্নয়ন
গ সামাজিক অবদান
ঘ উপদেষ্টা ও পরামর্শদাতা
৬. ব্যাংক ব্যবসার অপরিহার্য নীতি কোনটি?
ক নিরাপত্তার নীতি
● মুনাফার নীতি
গ তারল্য নীতি
ঘ দক্ষতার নীতি
৭. যুগের পরিবর্তনের সাথে সাথে কোন ব্যবসায়ের আকার, আকৃতি, উদ্দেশ্য ও গঠনে পরিবর্তন সাধিত হয়েছে? (জ্ঞান)
● ব্যাংকিং ব্যবসায়ের
খ অংশীদারি ব্যবসায়ের
গ পাইকারি ব্যবসায়ের
ঘ খুচরা ব্যবসায়ের
৮. কোন ব্যবস্থাটি ব্যাংকিং ব্যবসায়ের আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে? (অনুধাবন)
● ইলেকট্রনিক ব্যাংকিং
খ এনি ব্রাঞ্চ
গ মনিটরিং
ঘ ফোন
৯. কোন ধরনের ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে বর্তমানে অধিক আলোচ্য বিষয়? (অনুধাবন)
ক ঋণের সুবিধা
খ বিলাসবহুল
গ বৈদেশিক বিনিময়
● ইলেকট্রনিক ব্যাংকিং সেবা
১০. বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী করার যুক্তিযুক্ত কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক লেনদেনের আধিক্য
খ ব্যাংকের গঠনে আমূল পরিবর্তন
● নতুন নতুন ইলেকট্রনিক ব্যাংকিং পণ্যের উদ্ভব
ঘ গ্রাহকদের চাহিদার পরিবর্তন
১০ম অধ্যায়ের ফিন্যান্স ও ব্যাংকিং বহুনির্বাচনী প্রশ্ন ২০২৩
১. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি?
● লকার ভাড়া
খ বিমা প্রিমিয়াম
গ শুল্ক ও কর
ঘ নিরীক্ষকের বিল
২. প্রাতিষ্ঠানিক পরিচালনায় বাণিজ্যিক ব্যাংক-
র. প্রচারকার্যে ব্যয় করে
রর. সঞ্চয়ী হিসাবে জমানো অর্থের উপর মুনাফা দেয়
ররর. শিক্ষানবিশ সেলামি প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩ নং প্রশ্নের উত্তর দাও :
পোশাক ব্যবসায়ী রফিক সাহেব নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত। তার ব্যবসার প্রয়োজনে সর্বদা বাণিজ্যিক ব্যাংকের সহায়তা গ্রহণ করেন।
৩. বাণিজ্যিক ব্যাংক রফিক সাহেবের পক্ষে-
র. বিদেশি ক্রেতা-বিক্রেতার দেনা-পাওনা পরিশোধে সহায়তা করে
রর. প্রত্যয়পত্র ইস্যু করে
ররর. মুনাফা বণ্টন করে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৪. কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য?
● কর্মসংস্থান সৃষ্টি
খ জনকল্যাণ
গ সম্পদের সুষম বণ্টন
ঘ বিনিময়ের মাধ্যমে
৫. কোন ব্যাংক খঈ প্রদান করে?
● বাণিজ্যিক ব্যাংক
খ কেন্দ্রীয় ব্যাংক
গ শিল্প ব্যাংক
ঘ কৃষি ব্যাংক
৬. কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রবাজার নিয়ন্ত্রণে সাহায্য করে-
ক বিনিয়োগ ব্যাংক
খ শিল্প ব্যাংক
গ সমবায়
● বাণিজ্যিক ব্যাংক
৭. যন্ত্রপাতি ক্রয়ে ঋণ দিয়ে থাকে কোন ব্যাংক?
● বাণিজ্যিক ব্যাংক
খ ভোক্তাদের ব্যাংক
গ শ্রমিক ব্যাংক
ঘ সঞ্চয়ী ব্যাংক
৮. বাণিজ্যিক ব্যাংকের মূলধনের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কোনটি?
● আমানত
খ পরিশোধিত মূলধন
গ সংরক্ষিত তহবিল
ঘ লকার ভাড়া
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব হাসান ও তাঁর তিন বন্ধু ব্যবসায়ীদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চান। এ ব্যাপারে তাঁরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রজন্ম ব্যাংক নামে একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুললেন। উদ্যোক্তারা এখন মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন।
৯. প্রজন্ম ব্যাংক প্রতিষ্ঠার জন্য কার অনুমতি নিয়েছেন?
ক সরকারের
খ সোনালী ব্যাংকের
গ শিল্প ব্যাংকের
● বাংলাদেশ ব্যাংকের
১০. প্রজন্ম ব্যাংক সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারে-
র. আমানত সৃষ্টির মাধ্যমে
রর. কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে
ররর. ব্যবসায়ীদের ঋণ প্রদান করে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
এসএসসির ১৪ মে ২০২৩ তারিখের ৫ বোর্ডের পরীক্ষা স্থগিত
উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোখার (Cyclone mocha) কারণে ৫ শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের আগামী ১৪ মে ২০২৩ তারিখের (রবিবার) পরীক্ষা স্থগিত করা হয়েছে। যেসব বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে : চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের ১৪ মে তারিখের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
সব শিক্ষা বোর্ড নিয়ে গঠিত আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ শুক্রবার রাতে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ওই পাঁচ শিক্ষা বোর্ডের বাইরে অন্য শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা যথারীতি আগের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আর এ পাঁচ শিক্ষা বোর্ডের পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
এর আগে, গত ১১ মে ২০২৩ (বৃহস্পতিবার) ঘূর্ণিঝড় মোখার জন্য চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এ বিষয়ে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বোর্ড চেয়ারম্যানদের অনুরোধ করা হয়েছিল।
২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা (ঢাকা বোর্ড – রাজশাহী বোর্ড – কুমিল্লা বোর্ড – যশোর বোর্ড – চট্টগ্রাম বোর্ড – বরিশাল বোর্ড – সিলেট বোর্ড – দিনাজপুর বোর্ড – ময়মনসিংহ বোর্ড) শুরু হয়েছে ৩০ এপ্রিল ২০২৩ তারিখ থেকে। সময়সূচি অনুযায়ী ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিলের (ভোকেশনাল) লিখিত পরীক্ষা শেষ হবে ২৩ মে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ মে। এবার এসব পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী পৌনে ২১ লাখ। তবে তাদের মধ্যে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
এসএসসি পরীক্ষার নোটিশ ২০২৩
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়েই নেওয়া হবে। প্রতি বিষয়ে স্বাভাবিক সময় বা তিন ঘণ্টা পরীক্ষা হবে। সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) থাকবে আগের মতোই।
পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ স্কুলে হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ pdf – SSC routine 2023 all boards
SSC exam routine 2023 pdf / SSC 2023 routine pdf
- SSC exam routine 2023 pdf download link (Original routine) : https://dhakaeducationboard.gov.bd/data/20230220125517813919.pdf
- SSC exam routine 2023 pdf download link (Color routine / Customized & HD) : https://edudaily24.files.wordpress.com/2023/02/ssc_2023_routine_color.pdf
এসএসসি পরীক্ষা ২০২৩ সংক্রান্ত বোর্ডের নির্দেশনা
- ১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
- ২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
- ৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
- ৪. পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে।
- ৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্তো ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
- ৬. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। ৭। পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
- ৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় / বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
- ৯. কোন পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে / প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না।
- ১০. পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। ১০। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
- ১১. কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।
- ১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
- ১৩. ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
- ১৪. পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।
এসএসসি ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাস
- ১. ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পূনর্বিন্যাসকৃত সিলেবাস (পাঠ্যসূচি) অনুযায়ী অনুষ্ঠিত হবে।
- ২. ২০২৩ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় সব বিষয়ের পরীক্ষা হবে।
- ৩. এসএসসি আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ে পূর্ণ নম্বর ৫০ এবং অন্যান্য প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএসসি গ্রেডিং সিস্টেম ২০২৩
Marks | Grade Point | Letter Grade |
0 to 32 | 0.00 | F |
33 to 39 | 1.00 | D |
40 to 49 | 2.00 | C |
50 to 59 | 3.00 | B |
60 to 69 | 3.50 | A- |
70 to 79 | 4.00 | A |
80 to 100 | 5.00 | A+ |
বাংলাদেশের শিক্ষা বোর্ডের তালিকা ও ওয়েবসাইট লিংক
শিক্ষা বোর্ড | Official website link | |
1. | বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) | http://www.bteb.gov.bd |
2. | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড | http://www.bmeb.gov.bd |
3. | ঢাকা শিক্ষা বোর্ড | http://dhakaeducationboard.gov.bd |
4. | চট্টগ্রাম শিক্ষা বোর্ড | http://www.bise-ctg.gov.bd |
5. | কুমিল্লা শিক্ষা বোর্ড | http://www.comillaboard.gov.bd |
6. | রাজশাহী শিক্ষা বোর্ড | http://www.rajshahieducationboard.gov.bd |
7. | যশোর শিক্ষা বোর্ড | http://www.jessoreboard.gov.bd |
8. | বরিশাল শিক্ষা বোর্ড | http://www.barisalboard.gov.bd |
9. | সিলেট শিক্ষা বোর্ড | http://sylhetboard.gov.bd |
10. | দিনাজপুর শিক্ষা বোর্ড | http://www.dinajpureducationboard.gov.bd |
11. | ময়মনসিংহ শিক্ষা বোর্ড | https://www.mymensingheducationboard.gov.bd |