ফকির সাহেব . কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর lyrics . Fakir saheb Kuttar Baccha Futfute Sundor Bangla song lyrics

5/5 - (2 votes)

ফকির সাহেব . কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর lyrics [ Fakir saheb – Kuttar Baccha Futfute Sundor Bangla Lyrics] নিয়ে অনলাইনে চলছে মাতামাতি। এখানে এই বাংলা গানটির লিরিক্স দেওয়া হয়েছে। সম্প্রতি ফকির সাহেব নামের শিল্পীর গাওয়া এই গানটি ফেসবুক, ইউটিউব সহ অনলাইন প্লাটফর্মে ভাইরাল হয়েছে। গানটিকে গালি বা খারাপ শব্দে শোনাগেলেও শিল্পির দাবী- এই গানের অর্থ খুব সুন্দর।

তবে অনেকেই মনে করেন, শিক্ষার্থীদের বা কারো উচিত হবে না গানটি চর্চা করা। কারণ এর ফলে এই শব্দটি খুব প্রচলিত হয়ে যাবে বা স্বাভাবিক হয়ে যাবে। ফলে শব্দটির অপব্যবহার হতে পারে।

কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর গান lyrics . Fakir saheb Kuttar Baccha Futfute Sundor Bangla Lyrics . ফকির সাহেব লিরিক্স

  • কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর
  • যদি তারে কারো আদর মন খুলে
  • আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে
  • হয় হোক ঝড় বৃষ্টি হয় হোক রোদ্দুর (2)

  • সভ্যতার ভাগাড়ে
  • হাজার প্রাণের লাশ
  • অন্তরে বন্দরে মিছিমিছি উল্লাস (2)

  • কালো কুকুরের গলায় তখন ঘন্টা বাজার জোর
  • জোর করে যে নিয়ে আসে আনন্দ ময় ভোর  (2)

  • কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর
  • আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে
  • যদি তারে কারো আদর মন খুলে
  • হয় হোক ঝড় বৃষ্টি হয় হোক রোদ্দুর (2)

দেশে চাউল চোর  দেশে তেল চোর

দেশে নুন চোর দেশে মন চোর

দেশে প্রাণ চোর দেশে মাটি চোর

দেশে মানুষ চোর সব চোর

চোর চোর চোর

চোরদের সমাবেশে ঘেউ ঘেউ করে  (2)

  • কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর
  • যদি তারে কারো আদর মন খুলে
  • আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে
  • হয় হোক ঝড় বৃষ্টি হয় হোক রোদ্দুর (2)

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.