আলোচনায় আকাশেতে লক্ষ তারা ২.০, নতুন ভার্সন ইনসাফ সিনেমায়

আলোচনায় আকাশেতে লক্ষ তারা ২.০, নতুন ভার্সন ইনসাফ সিনেমায়
আলোচনায় আকাশেতে লক্ষ তারা ২.০, নতুন ভার্সন ইনসাফ সিনেমায়
5/5 - (2 votes)

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ‘কুলি’-র কালজয়ী গান ‘আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে’ নতুনভাবে জায়গা করে নিয়েছে আসন্ন ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইনসাফ’-এর একটি গানে। নতুন সংস্করণটির নাম ‘আকাশেতে লক্ষ তারা ২.০’, যেখানে গানটির মূল লাইন ও সুর ব্যবহার করা হয়েছে — তবে জানানো হয়নি মূল গীতিকার মিল্টন খন্দকারকে।

এই নিয়ে খানিকটা আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। এক সাক্ষাৎকারে মিল্টন খন্দকার বলেন:

“হঠাৎ গতকাল দেখলাম নতুন একটি গান রিলিজ হয়েছে যেখানে আমার গানটির একটি লাইন এবং মূল সুর রাখা হয়েছে। এতে কোনো দুঃখ নেই, আপত্তিও নেই। তবে ভদ্রতার খাতিরে জানানো উচিত ছিল। আমি আনন্দিত হতাম। শুভকামনা জানাতাম। এখনো জানাচ্ছি। শুধু একটু সৌজন্যতা দেখালেই ভালো লাগত।”

গানের পেছনের গল্প

মিল্টন খন্দকার আরও জানান, গানটি প্রথম তৈরি হয়েছিল ‘কুলি’ সিনেমার জন্য। সুর করেছিলেন প্রখ্যাত সুরকার আলম খান। পরিচালনায় ছিলেন মনতাজুর রহমান আকবর

“আলম ভাই বললেন, কুলির জন্য একটা রোমান্টিক গান দরকার। তখন রিদমিক গান জনপ্রিয় ছিল, তবে অশ্লীলতা ছাড়া। আলোচনা করতে করতে ‘আকাশেতে লক্ষ তারা’ গানটি তৈরি হয়। এতে গেয়েছিলেন এন্ড্রু কিশোর ও রিজিয়া পারভীন। পর্দায় দেখা যায় ওমর সানি ও পপিকে, যাদের রসায়ন ছিল দারুণ।”

‘ইনসাফ’ সিনেমায় নতুন রূপে গানটি

নতুন ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানে কণ্ঠ দিয়েছেন মিলা ইসলাম। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন এবং নতুন কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। গানটিতে পারফর্ম করেছেন তাসনিয়া ফারিণ, শরীফুল রাজ এবং মোশাররফ করিম

মিল্টন খন্দকারের মন্তব্য প্রসঙ্গে ‘ইনসাফ’ সিনেমার পরিচালক সঞ্জয় সমাদ্দার-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


🎵 মূল তথ্য এক নজরে:

  • 🎬 মূল গান: কুলি (নব্বইয়ের দশক)

  • ✍️ মূল গীতিকার: মিল্টন খন্দকার

  • 🎼 মূল সুরকার: আলম খান

  • 🎤 মূল শিল্পী: এন্ড্রু কিশোর ও রিজিয়া পারভীন

  • 📽️ নতুন সিনেমা: ইনসাফ (২০২৫)

  • 🎶 নতুন গান: আকাশেতে লক্ষ তারা ২.০

  • 🎤 নতুন শিল্পী: মিলা ইসলাম

  • 🎧 নতুন সুর: শওকত আলী ইমন

  • ✍️ নতুন গীতিকার: সুদীপ কুমার দীপ

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.