৫০০০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

Rate this post

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার গতি বাড়াতে দ্রুত আরো ৫০০০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। এর মধ্যে নতুনকরে ২০০০ চিকিৎসক ও ৩০০০ স্বাস্থ্যকর্মী। শিগগিরই এ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। নতুনকরে ২০০০ চিকিৎসকের পাশাপাশি ৩০০০ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও রেডিওগ্রাফার নিয়োগ দেওয়া হবে।

এর মধ্য দিয়ে মাত্র এক মাসের মধ্যে দেশে রেকর্ড সংখ্যক ১২ হাজার স্বাস্থ্যকর্মীর নিয়োগ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে কখনো একসঙ্গে বা কাছাকাছি সময়ে এত বেশি সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগ হয়নি।

আগে চলতি মে মাসে বিসিএস নন-ক্যাডারে অপেক্ষমান ২০০০ চিকিৎসককে ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থাৎ এর ফলে করোনার কারণে ২০০০ চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে, আর নতুন করে ২০০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তাঁরা নিয়োগের ব্যাপারে কাজ শুরু করেছেন। ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকেই এসব চিকিৎসক নিয়োগ দেওয়া হতে পারে। কারণ এটিই সহজ সমাধান বলে মনে করছে কর্তৃপক্ষ।

নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা দেশের বিভিন্ন স্থানে যোগ দিয়েছেন। তাদের জরুরি ভিত্তিতে নিয়োগে সরকার বিশেষ চাহিদাপত্র দেয় সরকারি কর্মকমিশনকে (পিএসসি)।

করোনাভাইরাসের চিকিৎসায় চিকিৎসক সংকটের কারণে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে সরকার। এ কারণেই চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে।

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.