জেএসসি ও প্রাথমিক সমাপনী ফলাফল ২৯-৩১ ডিসেম্বর

২০১৯ সালের জেএসসি-জেডিসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী ফলাফল ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে। একই দিন ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলও দেয়ার সম্ভাবনা আছে।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এই ৩ দিনের মধ্যে প্রধানমন্ত্রী যেদিনের ব্যাপারে সম্মতি দিবেন, সেদিনই ফলাফল প্রকাশ হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র জানিয়েছে, ২৯ ডিসেম্বর জেএসসি-জেডিসি ও প্রাথমিক-ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি।