কাপাসিয়ায় শাপলা বিলে ঘুরতে এসে পানিতে ডুবে ২ যুবকের মৃত্যু

কাপাসিয়ায় শাপলা বিলে ঘুরতে এসে পানিতে ডুবে ২ যুবকের মৃত্যু
কাপাসিয়ায় শাপলা বিলে ঘুরতে এসে পানিতে ডুবে ২ যুবকের মৃত্যু
Rate this post

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় বিলে ঘুরতে এসে নৌকা ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টায় উপজেলার পাঁচুয়া (বাউনপাড়) বিলের স্থানীয় বন্দে আলী হাজী বাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিঙি নৌকা ডুবে মৃতদের একজন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (টেপির বাড়ী) গ্রামের নুর আলমের ছেলে মাহিন শেখ (১৬)। অপরজন হলেন ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার সোহরাব উদ্দিনের ছেলে বায়েজিদ (৩০)। ব্যক্তিগত জীবনে বায়েজিদ এক সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী মোঃ সোহান জানান, সকালে পাঁচ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে একটি ছোট ডিঙি নৌকা ভাড়া করে পাঁচুয়া গ্রামের ছোট বিলে নামেন। হঠাৎ নৌকা কাত হয়ে গেলে দুই বন্ধু বিলের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান। স্থানীয় সোহানসহ কয়েকজন যুবক অনেক চেষ্টা করে তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মাহিনের চাচাতো (বড় ভাই) মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার ভাই আর নেই। তার সঙ্গে থাকা আরেকজনও মারা গেছেন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিয়া আক্তার বলেন, স্থানীয় লোকজন নিহত একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ছাবেল আলী বলেন, আমি ঘটনাস্থল থেকে বায়েজিদ নামে একজনের মরদেহ উদ্ধার করেছি।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহগুলো উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.