ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট রেজাল্ট ২০২৩ (Dhaka University A unit result 2023) প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিজ্ঞান ইউনিট / অনুষদের (ক ইউনিট / এ ইউনিট) ভর্তি পরীক্ষা গত ১২ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়েছে। অবশেষে এই ইউনিটের ফলাফল প্রকাশ করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন সংক্রান্ত যাবতীয় দরকারি তথ্য পাওয়া যাবে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে।
ঢাবি ক ইউনিট রেজাল্ট ২০২৩ : মেধা তালিকায় প্রথম নাফিজ
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাবি’র ক ইউনিট ভর্তি পরীক্ষায় ১ম স্থান অর্জন করেছেন এসএম নাফিজুল আজিজ, মোট স্কোর- ১০৮.২৫, রাজশাহী কলেজের শিক্ষার্থী তিনি।
প্রতি আসনের বিপরীতে অংশ নিয়েছেন
১ হাজার ৮৫১ আসনের বিপরীতে মোট ১ লাখ ১৫ হাজার ৭১২ জন শিক্ষার্থী এবার ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন। ফলে ইউনিটটিতে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৬২.৯৯ জন পরীক্ষার্থী। উল্লেখ্য গতকাল শুক্রবার (১২ মে) নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের ক ইউনিটের ভর্তি পরীক্ষা । এবারই প্রথম করোনার কারণে বিভাগীয় অঞ্চলগুলোতে হয়েছে ঢাবির ভর্তি পরীক্ষা। প্রথম দিনে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
মোবাইল এসএমএস এর মাধ্যমে যেভাবে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট রেজাল্ট ২০২৩
➲ DU <space> unit <space> roll send: 16321
➲ Example: DU <space> KA <space> roll send: 16321
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৩
বিশ্ববিদ্যালয় | ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka University) |
শিক্ষাবর্ষ | ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ |
ভর্তি পরীক্ষার তারিখ | ২৯ এপ্রিল থেকে ১৩ মে ২০২৩ |
ভর্তি আবেদনের তারিখ | ২৭ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ ২০২৩ |
মোট আসন সংখ্যা | – |
ভর্তি পরীক্ষার ফলাফল | ২ জুন ২০২৩ (খ ইউনিট) |
ভর্তি ফি | ১০০০ টাকা |
ওয়েবসাইট | https://admission.eis.du.ac.bd |
ঢাবি খ ইউনিট রেজাল্ট ২০২৩ যেভাবে চেক করবেন
- https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে ক্লিক করুন।
- এরপর ভর্তির আইডি (ID) নাম্বার দিন।
- SSC এর রোল নাম্বার দিন।
- সবমিট অপশনে ক্লিক করুন।
- সবশেষে আপনার ভর্তির ফলাফল ও বিস্তারিত দেখতে পাবেন।
ঢাবি ভর্তি পরীক্ষা ২০২৩ : কত তারিখে কোন ইউনিটের পরীক্ষা
ইউনিট | ভর্তি পরীক্ষার তারিখ ও বার | সময়সূচি |
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট | ৬ মে ২০২৩ (শনিবার) | সকাল ১১টা-১২.৩০টা |
বিজ্ঞান ইউনিট | ১২ মে ২০২৩ (শুক্রবার) | সকাল ১১টা-১২.৩০টা |
ব্যবসায় শিক্ষা ইউনিট | ১৩ মে ২০২৩ (শনিবার) | সকাল ১১টা-১২.৩০টা |
চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন) | ২৪ এপ্রিল ২০২৩ (শনিবার) | সকাল ১১টা-১২.৩০টা |
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২২-২০২৩ / ঢাবি ভর্তি আবেদনের যোগ্যতা
২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীকে ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে এসএসসি বা সমানের পরীক্ষায় পাশ করতে হবে। তবে শুধুমাত্র ২০২২ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
কোন ইউনিটের ভর্তি যোগ্যতা কি?
বিজ্ঞান ইউনিট
বিজ্ঞান ও কৃষিবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম ও IGCSE/O Level এবং IAL/GCE A Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০০ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে । তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও বানিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ (আলাদাভাবে ন্যূনতম ৩.০) থাকতে হবে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
উচ্চ মাধ্যমিক বোর্ডের মানবিক শাখায় এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ শাখায় আলিম ও IGCSE/O Level এবং IAL/GCE A Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী যাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও বানিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ন্যূনতম ৩.৫) এবং বানিজ্য শাখার জন্য ন্যূনতম ৭.৫ (আলাদাভাবে ন্যূনতম ৩.০) থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা ইউনিট
উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ব্যবসায় শিক্ষা শাখায় ও IGCSE/O Level এবং IAL/GCE A Level পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে) আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ন্যূনতম ৩.৫) এবং মানবিক শাখার জন্য ন্যূনতম ৭.৫ (আলাদাভাবে ন্যূনতম ৩.০) থাকতে হবে।
চারুকলা ইউনিট
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার যে কোন শাখায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক /সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ হতে হবে (মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে)।
ঢাবি ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন ২০২৩
- ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে হবে।
- এমসিকিউ পরীক্ষার নম্বর ৬০ করা হয়েছে।
- লিখিত পরীক্ষার মোট নম্বর থাকবে ৪০।
- ভর্তি পরীক্ষার মোট সময় ১.৩০ ঘন্টা।
- এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য পৃথকভাবে ৪৫ মিনিট থাকবে।
ইউনিট | এমসিকিউ পরীক্ষা | লিখিত পরীক্ষা | ||
নম্বর | সময় | নম্বর | সময় | |
বিজ্ঞান ইউনিট | ৬০ | ৪৫ মিনিট | ৪০ | ৪৫ মিনিট |
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট | ৬০ | ৪৫ মিনিট | ৪০ | ৪৫ মিনিট |
ব্যবসায় শিক্ষা ইউনিট | ৬০ | ৪৫ মিনিট | ৪০ | ৪৫ মিনিট |
চারুকলা ইউনিট | ৪০(সাধারণ জ্ঞান) | ৩০ মিনিট | ৬০ (অংকন) | ৬০ মিনিট |
- ভর্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, যে কোন ধরণের ইলেক্টিক ডিভাইজ সম্বলিত ঘড়ি ও কলম ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ।
- GPA নম্বর : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) উপর ২০ নম্বর নির্ধারন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ সার্কুলার / DU admission 2023



Dhaka university admission circular 2023 pdf
Dhaka university admission circular 2023 pdf download link : https://ssl.du.ac.bd/public/images/2022-2023%20Admission%20Circular_1676185644.pdf
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ফি কত ২০২৩?
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় কিংবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই ফি জমা দিতে হবে।