মোবাইল নিয়ে ১০ নির্দেশনা দিয়েছে বিটিআরসি

Rate this post

মোবাইল নিয়ে ১০ নির্দেশনা দিয়েছে বিটিআরসি। নির্দেশনাগুলো হলো-

১. দেশে বর্তমানে ব্যবহৃত সব মোবাইল ফোন ৩০ জুনের মধ্যে সিমের তথ্যের সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।

২. যেসব ফোনের/সিমের তথ্যে গরমিল থাকবে তাদের এমএসএম দিয়ে জানিয়ে দেবে বিটিআরসি।

৩. আগামী ১ জুলাই থেকে মোবাইল কেনার ক্ষেত্রে সেটি বৈধ কিনা যাচাই করে কিনতে হবে।

৪. নতুন মোবাইল যাচাই করার জন্য মেসেজ অপশনে গিয়ে KYD১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি খুদে বার্তায় বৈধতা সম্পর্কে জানতে পারবেন। কেনার সময় অবশ্যই যাচাই ও রসিদ নিয়ে তা সংরক্ষণ করতে হবে।

৫. হাতে থাকা (বর্তমান ব্যবহৃত) মোবাইলটি বৈধ কিনা যাচাই কতে *১৬১৬১# নম্বরে ডায়াল করতে হবে। এবার পর্দায় ভেসে ওঠা Status Check অপশনে ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি লিখে পাঠাতে হবে। এরপর হ্যাঁ বা না অপশনসংবলিত একটি অটোমেটিক বক্স এলে হ্যাঁ বাছাই করে নিশ্চিত করুন। ফিরতি এসএমএসের মাধ্যমে মোবাইলের হালনাগাদ অবস্থা জানানো হবে।

৬. বিদেশ থেকে ব্যক্তিপর্যায়ে আনা ফোন স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে সচল হবে। এরপর ১০ দিনের মধ্যে অনলাইনে তথ্য বা দলিল জমা দিয়ে নিবন্ধন করতে হবে।
৭. বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে শুল্কবিহীন সর্বোচ্চ দুটি ও শুল্ক দিয়ে আরও ছয়টি মোবাইল ফোন আনতে পারবেন।

৮. অনলাইনে রেজিষ্ট্রেশনের জন্য neir.btrc.gov.bd ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্ট নিবন্ধন করুন। Special Registration সেকশনে গিয়ে মোবাইলের আইএমইআই নম্বরটি দিন। প্রয়োজনীয় নথির ছবি বা স্ক্যান করা অনুলিপি আপলোড করুন ও সাবমিট বাটনে ক্লিক করুন। মোবাইলটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। বৈধ না হলে এসএমএস আসবে।

৯. একজনের নামে নিবন্ধ হওয়া মোবাইল অন্যজনকে সর্বোচ্চ তিন মাস ব্যবহার করতে দেওয়া যাবে। বিক্রি করলে বা স্থায়ীভাবে দিলে নিবন্ধন পরিবর্তনা করে নিতে হবে।

১০. neir.btrc.gov.bd লিংকের মাধ্যমে বিদ্যমান সিটিজেন পোর্টাল অথবা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়েও এসব সেবা নেওয়া যাবে। বিটিআরসির হেল্প ডেস্ক নম্বর ১০০ অথবা মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর ১২১–এ ডায়াল করে এবং অপারেটরদের কাস্টমার কেয়ার সেন্টার থেকে জানা যাবে।

**৩০ জুন ২০২১ তারিখ থেকে এসব নির্দেশনা চালু কা কার্যকর হবে বলে জানিয়েছে বিটিআরসি।

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.