১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ১১ লাখেরও বেশি। এসব প্রার্থীরা সফলভাবে আবেদন করেছেন। এছাড়া আরো লক্ষাধিক প্রার্থী আবেদন করলেও ফি জমা দেননি।
গত বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২০) রাত ১২টা পর্যন্ত এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে (ntrca.teletalk.com.bd) আবেদনের সুযোগ ছিল। আবেদন করার ৩ দিন বা ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি’র টাকা (৩৫০ টাকা) জমা জমা দেয়ার সুযোগ রাখা হয়েছে।
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন ১১ লাখ+
Follow Us on Google News!
Stay updated with our latest news and articles directly from Google News.
Follow on Google News