৪০ তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

Rate this post

৪০ তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্যরা ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের বিষেয় ২৭ জানুয়ারি ২০২১ বিকাল ৩টায় বৈঠক করেন। ৪০ তম বিসিএসের ফল প্রকাশ ও ৪৩ তম বিসিএস আবেদনের সময়সীমা ৩১ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের পর সন্ধ্যায় ৪০ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

৪০ তম বিসিএস লিখিত পরীক্ষায় মোট ১০,৯৬৪ জন প্রার্থী পাশ করেছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখ থেকে শুরু হবে।

৪০ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল পাওয়া যাবে http://www.bpsc.gov.bd ওয়েবসাইটে। ফলাফল সরাাসরি ডাউনলোডের (pdf) লিংক : http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/f7e7d0b4_fc4a_4168_b989_824264714d5e/bcs40_Written.pdf

এর আগে, গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক চিঠির মাধ্যমে ৪৩ তম বিসিএসের আবেদনের সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানায় পিএসসিকে।

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই বিসিএসে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। ২০১৯ সালের মে মাসে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ৪ জানুয়ারি ২০২০ তারিখ থেকে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। এর এক বছরের মাথায় ফলাফল প্রকাশ হলো।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.