৪১তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পুলিশের নির্দেশনা

Rate this post

৪১তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পুলিশের নির্দেশনা জারি হয়েছে। ১৮ মার্চ (বৃহস্পতিবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিসিএস পরীক্ষার্থীদের সকাল ৮.৩০টায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়াসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

ডিএমপির বার্তায় বলা হয়, ১৯ মার্চ ২০২১ (শুক্রবার) ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এছাড়া কিছু কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধও থাকবে।

তাই সব পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। যাতে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টার
মধ্যে স্ব-স্ব পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।

সাময়িক অসুবিধার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.