চাকরির খবর

৫০ তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি আসছে নভেম্বরে, প্রস্তুতি শুরু জনপ্রশাসন মন্ত্রণালয়ের

৯ম থেকে ১২তম গ্রেডে নন-ক্যাডার শূন্য পদে নিয়োগের জন্য অধিযাচন প্রক্রিয়া শুরু

৫০তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, প্রস্তুতি শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়
৫০তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, প্রস্তুতি শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়
৫০তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, প্রস্তুতি শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য আসছে সুখবর। আগামী নভেম্বর মাসে ৫০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এই বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে সংশ্লিষ্ট পদে শূন্য পদের তথ্য সংগ্রহ ও অধিযাচন প্রক্রিয়া।

পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানিয়েছেন, রোডম্যাপ অনুযায়ী ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি নির্ধারিত সময়েই প্রকাশ করা হবে। এ বছর এটি হবে তৃতীয় বিসিএস বিজ্ঞপ্তি, যা পিএসসির জন্য এক বিশেষ মাইলফলক।

 

৫০তম বিসিএস সার্কুলার : শূন্য পদ সংক্রান্ত অধিযাচন প্রক্রিয়া

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৯ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত নন-ক্যাডার শূন্য পদে নিয়োগের জন্য ইতোমধ্যে অধিযাচন প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ শূন্য পদের তথ্য পাঠাতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ও আজ (২১ সেপ্টেম্বর) একটি স্মারক জারি করে অধীনস্থ প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ছক অনুযায়ী নন-ক্যাডার শূন্য পদের বিবরণ পাঠানোর নির্দেশ দিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, নিয়োগ বিধিমালা অনুযায়ী, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত না হওয়া প্রার্থীদের জন্য এই নন-ক্যাডার পদগুলো সুপারিশ করা হবে।

প্রসঙ্গত, বিসিএস অধিযাচন প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে শূন্য পদের তথ্য পাঠায়, যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ।