এইচএসসি রেজাল্ট কিভাবে হবে

Rate this post

২০২১ সালের এইচএসসি রেজাল্ট কিভাবে হবে বা কিভাবে ৩ বিষয়ের পরীক্ষায় পুরো ফলাফল নির্ধারণ হবে, এ ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন। ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল (সব বোর্ড) প্রকাশিত হবে।

এছাড়া এইচএসসি রেজাল্ট কিভাবে পাবেন? ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল জানা যাবে।

করোনার কারণে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বিভাগভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে ৬টি পত্রে অনুষ্ঠিত হয়েছে। ২০২১ সালে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

এইচএসসি রেজাল্ট ২০২১

পরীক্ষা :এইচএসসি ও সমমান ২০২১
ফলাফলের তারিখ :১৩ ফেব্রুয়ারির ২০২২
পরীক্ষার্থী সংখ্যা :১৩ লাখ ৯৯ হাজার+
শিক্ষা বোর্ডের ফলাফল ওয়েবসাইট :http://www.educationboardresults.gov.bd

এইচএসসি ফলাফল কিভাবে নির্ধারণ হবে

জেএসসি ও সমমান এবং এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের নম্বর দেওয়া হবে। শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী ৪র্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১-এর ফলাফলে যোগ করা হবে।

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

প্রতি বছরের মতো এবারও ফলাফল প্রকাশের দিন থেকে এসএমএস ও ওয়েবসাইটের (http://www.educationboardresults.gov.bd) মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল জানা যাবে।

শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইট থেকে নির্ধারিত সময় থেকে যে কেউ ফলাফল দেখতে পারবে, এ ক্ষেত্রে কোনো এসএমএস রেজিস্ট্রেশন লাগবে। শুধু এসএমএসের মাধ্যমে ফলাফল জানতেই আগাম রেজিস্ট্রেশন করতে হবে।

এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট আপনার মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে জানতে পারবেন। বোর্ড কর্তৃক রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে, SMS-এর মাধ্যমে রেজাল্ট চেক করা যাবে।

এসএমএস (sms) এর মাধ্যমে এইচএসসির রেজাল্ট বের করার নিয়ম

রেজাল্ট প্রকাশের সময়ের পর থেকে শিক্ষার্থীরা SMS এর মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট জানতে পারবে  [ HSC<space>বোর্ডের প্রথম ৩টি লেটার যেমন DHA <space> Roll <space> Y 16222 নম্বরে ] অফিসিয়ালভাবে শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশের পরে তাত্ক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে ফলাফল সরবরাহ করা হবে। SMS চার্জ হবে ২.৫৫ টাকা।

শিক্ষা বোর্ডের জন্য কি-ওয়ার্ড সমূহ:

  • ঢাকা – Dha
  • বরিশাল – Bar
  • চট্টগ্রাম – Chi
  • কুমিল্লা – Com
  • যশোর – Jes
  • রাজশাহী – Raj
  • সিলেট – Syl
  • দিনাজপুর – Din
  • ময়মনসিংহ – Mym
  • মাদ্রাসা – Mad
  • টেকনিক্যাল – Tec

HSC<space>BOARDএর নামের ১ম ৩ অক্ষর<space>ROLL>YEAR লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেসাধারণ শিক্ষা বোর্ডের জন্য
HSC<space>BOARDএর নামের ১ম ৩ অক্ষর<space>ROLL>YEAR লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেমাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য
HSC<space>BOARDএর নামের ১ম ৩ অক্ষর<space>ROLL>YEAR লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেটেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য

এইচএসসির রেজাল্ট বা ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের সচরাচর প্রশ্নের উত্তর

প্রশ্ন: আমি আমার রেজাল্টের বিস্তারিত কিভাবে জানতে পারব? অথবা, রেজাল্ট ঘোষণা হওয়ার পর আমি কিভাবে আমার রেজাল্ট জানতে পারব?
উত্তর: সাধারণ রেজাল্ট দেখার প্রক্রিয়ার মতই। ফিরতি SMS এ আপনি আপনার সম্পূর্ণ রেজাল্ট জানতে পারবেন।
উদাহরণ: ঢাকা বোর্ডের জন্য: HSC<space>dha<space>Roll<space>2020 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

এইচএসসি রেজাল্ট SMS ফরমেট

  • > সাধারণ শিক্ষা বোর্ড:
  • HSC<>বোর্ড<>রোল<>সাল এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
  • উদাহরণ: HSC DHA  123456 2020 টাইপ করে SMS পাঠিয়ে দিন 16222 নম্বরে
  • > মাদ্রাসা বোর্ড:
  • HSC<>MAD<>ROLL<>YEAR  এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
  • > টেকনিক্যাল বোর্ড:
  • HSC<>TEC<>ROLL<>YEAR  এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে

প্রশ্ন: Push/Pull সার্ভিসের জন্য চার্জ কত লাগবে?
উত্তর: ২.৫৫/SMS (সকল চার্জ)

প্রশ্ন: আমি যদি ভুল রোল নম্বর দেই তবে কি আমাকে চার্জ দিতে হবে?
উত্তর: হ্যাঁ। প্রত্যেকবার রিকোয়েস্টের জন্য চার্জ দিতে হবে।

প্রশ্ন: এই সার্ভিসটির মাধ্যমে আমি কতবার রেজাল্ট নিতে পারি?
উত্তর: আপনি যতবার চান।

প্রশ্ন: আমি কখন রেজাল্টের বিস্তারিত (গ্রেড) জানতে পারব?
উত্তর: সাধারণত মূল রেজাল্ট প্রকাশের ২৪-৪৮ ঘণ্টা পর এটি প্রকাশ হয়।

প্রশ্ন: ডিটেইল রেজাল্ট রিকোয়েস্টের জন্য চার্জ কত লাগবে?
উত্তর:  ২.৫৫/SMS (সকল চার্জ)

প্রশ্ন: রেজাল্ট সঠিক কি না আমি কিভাবে নিশ্চিত হতে পারি?
উত্তর: বাংলাদেশ শিক্ষা বোর্ড রেজাল্ট সরবরাহ করে এবং টেলিটক এই তথ্য সরবরাহের জন্য দায়বদ্ধ।

প্রশ্ন: প্রতিটি বোর্ড নামের কি-ওয়ার্ড কি?
উত্তর: বোর্ডের জন্য কি-ওয়ার্ড: ঢাকা-Dha, বরিশাল-Bar, চট্টগ্রাম-Chi, কুমিল্লা-Com, যশোর-Jes, রাজশাহী-Raj, সিলেট-Syl, দিনাজপুর–Din, ময়মনসিংহ–Mym, মাদ্রাসা–Mad, টেকনিক্যাল-Tec
(শিক্ষা বোর্ড যেকোনো সময় তারিখ পরিবর্তন বা স্থগিতের অধিকার সংরক্ষণ করে)

প্রশ্ন: সকলের কি-ওয়ার্ড কি?

এইচএসসি<>বোর্ড<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেসাধারণ শিক্ষা বোর্ডের জন্য
এইচএসসি<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেমাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য
এইচএসসি<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেটেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য




এইচএসসি ফলাফল এসএমএসে যেভাবে পাওয়া যাবে
এইচএসসি ফলাফল এসএমএসে যেভাবে পাওয়া যাবে

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.