নতুন কোটা বাতিলের প্রজ্ঞাপন ২০২৪ PDF (Quota gazette 2024)

নতুন কোটা বাতিলের প্রজ্ঞাপন ২০২৪ PDF (Quota gazette 2024)
নতুন কোটা বাতিলের প্রজ্ঞাপন ২০২৪ PDF (Quota gazette 2024)
Rate this post

কোটা বাতিলের প্রজ্ঞাপন ২০২৪ (Quota gazette 2024) : সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সর্বোচ্চ আদালতে সামগ্রিকভাবে বাতিলের পর মঙ্গলবার (২৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

 

কোটা বাতিলের প্রজ্ঞাপন ২০২৪ এ যা বলা হয়েছে

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে, সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন করপোরেশনের চাকরিতে/ কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সব গ্রেডে নিম্নরূপে কোটা নির্ধারণ করা হইল:

  • (ক) মেধাভিত্তিক শতকরা ৯৩ শতাংশ
  • (খ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য ৫ শতাংশ
  • (গ) ক্ষুদ্র নৃগোষ্ঠী ১ শতাংশ
  • (ঘ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ১ শতাংশ।

নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সাধারণ মেধাতালিকা থেকে পূরণ করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার বিগত ৪ঠা অক্টোবর ২০১৮ তারিখের পরিপত্রসহ পূর্বে জারিকৃত ও এ সংক্রান্ত সব পরিপত্র/ প্রজ্ঞাপন/ আদেশ/ নির্দেশ/ অনুশাসন রহিত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এছাড়া নির্ধারিত কোটায় যোগ্যপ্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। এ প্রজ্ঞাপনে ২০১৮ সালের ৪ অক্টোবরের চাকরিতে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপনটি রহিত করা হয়।’

 

Quota gazette 2024 PDF

Qouta reform circular 2024 pdf download link: https://www.dpp.gov.bd/upload_file/gazettes/55136_72383.pdf

 

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.