বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২৩ সার্কুলার (Bangladesh air force job circular 2023) প্রকাশিত হয়েছে। ৯০ বাফা কোর্সে জিডি(পি), এটিসি/এডিডব্লিউসি ও ফিন্যান্স বিভাগে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ বিমান বাহিনী।
বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি
বাহিনীর নাম | বাংলাদেশে বিমান বাহিনী |
পদের নাম | অফিসার ক্যাডেট |
ব্যাচের নাম | ৯০ বাফা কোর্স / 90th BAFA |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি / সমমান |
বয়স | ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর (২৪ জুন ২০২৪ তারিখ অনুযায়ী) |
আবেদনের শেষ তারিখ | ২৪ এপ্রিল ২০২৪ |
অনলাইনে আবেদনের লিংক | https://joinairforce.baf.mil.bd |
বিমান বাহিনী অফিসার ক্যাডেট পদে আবেদনে যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা
- ১. জিডি(পি) : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড এ থাকতে হবে। ও লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি থাকতে হবে।
- ২. এটিসি / এডিডব্লিউসি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড এ থাকতে হবে। ও লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি থাকতে হবে।
- ৩. ফিন্যান্স : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় গণিত / হিসাববিজ্ঞানে কমপক্ষে লেটার গ্রেড এ থাকতে হবে। ও লেভেলে গণিত / হিসাববিজ্ঞানসহ কমপক্ষে ৫টি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে গণিত / হিসাববিজ্ঞানসহ কমপক্ষে ২টি বিষয়ে লেটার গ্রেড বি থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ :
- উচ্চতা ৬৪ ইঞ্চি
- বুকের মাপ সাধারণ অবস্থায় ৩২ ইঞ্চি প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি
- ওজন বয়স উচ্চতা অনুসারে
- দৃষ্টিশক্তি ৬/৬
- বৈবাহিক অবস্থা : বিবাহিত/অবিবাহিত
মহিলা :
- উচ্চতা : জিডি(পি) ৬৪ ইঞ্চি ও অন্যান্য ৬২ ইঞ্চি
- বুকের মাপ সাধারণ অবস্থায় ২৮ ইঞ্চি প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি
- ওজন বয়স ও উচ্চতা অনুসারে
- দৃষ্টিশক্তি ৬/৬
- বৈবাহিক অবস্থা : বিবাহিত/অবিবাহিত
আবেদনের তারিখ
বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট পদে নিয়োগের আবেদন প্রক্রিয়ার সময়সীমা ১ নভেম্বর ২০২৩ থেকে ২৪ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত।
নিয়োগের বাছাই পরীক্ষা
- বাছাই পরীক্ষার তারিখ : ৭, ১৪, ২১, ২৮ ও ৩১ জানুয়ারি ২০২৪; ৪, ৭, ১১, ১৪, ১৮, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি ২০২৪; ৩, ৬, ১৮, ১৯, ২৭ ও ৩১ মার্চ ২০২৪; ১, ২, ১৬, ১৮, ২১, ২৩ ও ২৫ এপ্রিল ২০২৪।
- পরীক্ষার কেন্দ্র : বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা।
বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নির্বাচন পদ্ধতি
- ১. প্রাথমিক লিখিত পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী।
- ২. প্রাথমিক ডাক্তারী পরীক্ষা।
- ৩. প্রাথমিক মৌখিক পরীক্ষা।
- ৪. আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি)/ এসএসবি।
- ৫. কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা।
- ৬. ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি)।
বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২৩ সার্কুলার (নিয়োগ বিজ্ঞপ্তি)
![বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২৩ সার্কুলার PDF [বাফা ৯০] 1 বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২৩ সার্কুলার (নিয়োগ বিজ্ঞপ্তি)](https://edudaily24.files.wordpress.com/2023/09/baf-bafa-90-circular-2023.png)
Bangladesh air force officer cadet job circular 2023
Bangladesh air force officer cadet job circular 2023 (90th BAFA) download link : https://joinairforce.baf.mil.bd/public/job/De8hiIXqBY2veHR5HHAKdPUEa60CiYnvivUgiy2E.png
আবেদনের নিয়ম : আগ্রহীরা joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইট র মাধ্যমে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে APPLY NOW ক্লিক করে প্রদর্শিত নির্দেশনা দেখে আবেদন করা যাবে।