ঈদ কবে হবে সৌদি আরবে ও বাংলাদেশে ২০২৩, সর্বশেষ সংবাদ


এডু ডেইলি ২৪ প্রকাশ: এপ্রিল ১৯, ২০২৩, ১:২৩ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১৫ অপরাহ্ন /
ঈদ কবে হবে সৌদি আরবে ও বাংলাদেশে ২০২৩, সর্বশেষ সংবাদ

ঈদ কবে হবে সৌদি আরবে ও বাংলাদেশে ২০২৩, এ ব্যাপারে জানুন সর্বশেষ খবর। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য দেশগুলোতে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। যদি ২০ এপ্রিল ২০২৩ তারিখে চাঁদ দেখা না যায়, সেক্ষেত্রে সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে ২১ এপ্রিল ২০২৩ (শুক্রবার) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে না। এমনটাই জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টার (আইএসি)।

ঈদ কবে হবে সৌদি আরবে ২০২৩

২০ এপ্রিল ২০২৩ তারিখে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ না দেখা গেলে এই বছর (২০২৩) ৩০টি রমজান হবে। সেক্ষেত্রে আগামী ২২ এপ্রিল ২০২৩ (শনিবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর পালনের সম্ভাবনা রয়েছে। 

এদিকে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ কেন্দ্র একই তথ্য জানিয়েছে। কেন্দ্রটি এক বিবৃতিতে জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে চাঁদ দেখা যেতে পারে। তবে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার নয় বরং শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

পবিত্র রমজান শুরু হওয়ার সময় বলা হয়েছিল এ বছর ২৯টি রমজান হতে পারে। সে ক্ষেত্রে সৌদি আরবে ২১ এপ্রিল ২০২৩ তারিখে (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হওয়ার কথা ছিল। তবে এসব কিছু নির্ভর করে চাঁদ দেখার উপর। 

ঈদ কবে হবে বাংলাদেশে ২০২৩

২০ এপ্রিল ২০২৩ তারিখে ঈদের তারিখের ব্যাপারে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে বাংলাদেশে, কারণে এই দিনে সৌদি আরব চাঁদ দেখা স্বাপেক্ষে সে দেশে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা দেবে। সৌদি কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য মতে, এই রমজান ৩০ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে, সে ক্ষেত্রে ২২ এপ্রিল ২০২৩ তারিখে সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে ঈদ পালিত হবে। আর ২১ এপ্রিল তারিখে চাঁদ দেখা স্বাপেক্ষে বাংলাদেশে ঈদের তারিখ জানা যাবে। রোজা ২৯ দিনের হলে সৌদি আরবে ঈদ হবে ২১ এপ্রিল ২০২৩ (শুক্রবার) আর বাংলাদেশে ২২ এপ্রিল ২০২৩ (শনিবার)। অন্যদিকে রোজা ৩০ দিনের হলে সৌদি আরবে ঈদ হবে ২২ এপ্রিল ২০২৩ (শনিবার) আর বাংলাদেশে ২৩ এপ্রিল ২০২৩ তারিখে (সোমবার)

ঈদের ছুটি কয়দিন ২০২৩

এবার ঈদে পূর্বনির্ধারিত ৩ দিনের সরকারি ছুটির ২ দিনই পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। গত ২৪ মার্চ ২০২৩ তারিখ থেকে রমজান মাস শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছিল সরকার।

সে ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল ২০২৩ (শুক্র, শনি ও রবিবার) ঈদের ছুটি থাকবে। এর আগে, ১৯ এপ্রিল ২০২৩ (বুধবার) শবে কদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল ২০২৩ (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল।

এখন ২০ এপ্রিল ২০২৩ তারিখ ছুটি ঘোষণার ফলে ঈদের ছুটি ৫ দিনে দাঁড়াল। রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল ২০২৩ (রোববার)। এই ক্ষেত্রে ছুটি আরো ১ দিন বাড়বে।

5/5 - (3 votes)