কাপাসিয়ায় ২০০ মেধাবী শিক্ষার্থী পেলো ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশন বৃত্তি

কাপাসিয়ায় ২০০ মেধাবী শিক্ষার্থী পেলো ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশন বৃত্তি
কাপাসিয়ায় ২০০ মেধাবী শিক্ষার্থী পেলো ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশন বৃত্তি
Rate this post

এ এইচ সবুজ : গাজীপুরের কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সনদপত্র ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নাধীন খিরাটী ড. মোহাম্মদ আবুল হাসান মডেল হাইস্কুল প্রাঙ্গণে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে এই বৃত্তি প্রধান, সনদপত্র ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান।
এসময় অনুষ্ঠানের উদ্বোধন করেন ড. মোহাম্মদ আবুল হাসান মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক নাজমুল আলম সোহাগ।

ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো: মামুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মাজহারুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ বজলুর রশিদ নয়ন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ মাঝি।

এ সময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ভিকারটেক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সিঙ্গুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান শাহীন, খিরাটী সিনিয়র ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ আবুল হাশেম, ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের পক্ষে ইব্রাহিম হাসান পলাশ।

এ সময় উপজেলার ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের দুইশত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র, ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও উপজেলার ৮ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিলো উৎসবমুখর আমেজ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজী। সহযোগিতায় ছিলো ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের কর্মকর্তা ও এফএসএল সিজন-৫ এর অধিনায়ক বৃন্দ।

অনুষ্ঠানের যৌথ সঞ্চালনায় ছিলেন ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ আবু তৈয়ব ফরাজী ও এ এইচ সবুজ।

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.