চট্টগ্রামের ভাষায় হালুরঘাইট্টা মুড়ির টিন গানের লিরিক্স (কালুরঘাটের মুড়ির টিন) এখানে দেওয়া হলো। গানটি চট্টগ্রামের কালুরঘাট-নিউমার্কেট রুটের মুড়ির টিন বাস নিয়ে। এই মুড়ির টিন বাস পুরনো আমলের লক্কর-ঝক্কর বাস। এই বাস নিয়ে চট্টগ্রামবাসীর কৌতুহল ও বিরক্তি দুটোই লক্ষণীয়।
Table of Contents
হালুরঘাইট্টা মুড়ির টিন গানের লিরিক্স (চট্টগ্রামের ভাষায়)
একগন্টা ফার ঐগেইয়্যে আইযু বদ্দারাট ন’আইলাম
কুরোর ডইল্ল্যে যুরি যুরি চলের গাড়িগান
ডাইবারত্ত্যেঁ সুইৎ-বুইৎ নাই যাত্রী ফ্যারেশান
ওরে ঠিয়েই ঠিয়েই মানুষ লর গায়ে গায়ে লাগা
দুই সিডুর মাঝ’দি নাইরে ঠ্যাং রাহিবের জাগা
হাক্কু হাঁশের হুক্কুর হুক্কুর শিন্যাৎ ফৈজ্জ্যে টান
ফিছুর সিডুৎ বৈ বৈ এনে লেহির এই গান
হালুগাইট্ট্যে মুড়ির টিন
বদ্দারাট, সক্ বাজার, আন্দরকিল্ল্যে, নিউমার্কেট
হালুগাইট্ট্যে মুড়ির টিন
আইয়ু আইয়ু আইয়ুনা বাই, দুঁউর দ্য না ভাই!
হালুগাইট্ট্যে মুড়ির টিন
দুরু বাই বাংতি টিয়া দ'না
হালুগাইট্ট্যে মুড়ির টিন
কালুরঘ্যাইটা মুড়ির টিন
আগে বারো ওস্তাদ!
রাস্তার ও বাই মা-বাফ নাই হতঅন ফর্ ফর্ গাঁতা
গাঁতাৎ ফৈল্ল্যে উল্ডি আইয়্যে হইলযে-গুইলদে-মাতা
যেন্ডে-এঁন্ডে ব্যারেক্ গরে সকেট্-যাম্পার নাই
ব্যারেকর ছুডে গাড়ির বুতুরে মানুষে বারি হায়
ওরে হদুউন মানুষ ফিছে হালি রাহি সাম্মে আইয়েনে মরে
আর হদুউনে উডি মইষুর ডইল্যে চাইট্যে-চাইট্টি গরে
হাক্কু গাইল দের “ওডো ডাইবার তিঁয়্যেই ন’তাইস্ টান !
ফিছুর সিডুৎ বৈ বৈ এনে লেহির এই গান
হালুগাইট্ট্যে মুড়ির টিন
বদ্দারাট, সক্ বাজার, আন্দরকিল্ল্যে, নিউমার্কেট
হালুগাইট্ট্যে মুড়ির টিন
দুরু বাই গা বুতুরে কা? আইস্তে লাইগ্যু!
হালুগাইট্ট্যে মুড়ির টিন
ফিছে য’না বাই ফিছে হালি ত!
হালুগাইট্ট্যে মুড়ির টিন
ওস্তাদ ডাইনে ফ্যালাষ্টিক্, ডাইনে ফ্যালাষ্টিক্!
কেউ উঠে, কেউ নামে, কেউ ঘুরে, কেউ কামে
বাস থামে, কেউ ঢুকে চামে দিয়া বামে
সিট খালি নাই, কেনে দেও গালি ভাই?
আইও আমার কুলো বইযাও, যাইবায় আধা দামে
চাচা স্যরি! ১ হাত লাম্বা দাড়ি
পাও পারা মারি, দিসি, দিসো ঝাড়ি
সিলেট আমার বাড়ি, বাদ দিলাও রে বা
তুমারেও তো দেখতে লাগের মৌলভীবাজারী
ঢুকিজিবায় গাতোর তলে, ভুল বাসো উঠিগেলে
স্টিয়ারিং হাতো দিলে, জীবন লইয়া গুটি খেলে
সাইডোর প্যাসেঞ্জারে পান খাওয়াইয়া ফুটি গেলে
ব্রেইক ফেইল মারি ডুবিজিবায় সুরমার জলে
উস্তাদ সাবধানে যাও, সাইডে প্লাস্টিক
মাইনষের জীবন এক মুড়ির টিন, সো ফ্যান্টাসটিক!
যাত্রার মাঝ পথো বিরতি? কে জানে নিয়তি!
টান দিলে মাস্তি, উল্টিলে শাস্তি!
যাত্রী উডের-লামের চলের, লক্কর-ঝক্কর গাড়ি
খন চিবেদি বুডুর গরি দিবু ফকেট মারি
হ্যাল্পাঅর লই হইজ্যে চলের বাংতি টিয়া লই
উন্দি ছ গই ভারা ন’দি লামি গেইয়্যে গই
কত ডইল্যে মানুষ উডে, কত ডইল্যে তাল
কেই বৈ থাকে নমাতি আর কেই মারে গাল
হাক্কু গাইল দের “ওডো ডাইবার তিঁয়্যেই ন’তাইস্ টান!”
ফিছুর সিডুৎ বৈ বৈএনে লেহির এই গান
হালুগাইট্ট্যে মুড়ির টিন
বদ্দারাট, সক্ বাজার, আন্দরকিল্ল্যে, নিউমার্কেট
হালুগাইট্ট্যে মুড়ির টিন
কিরে ভাড়া আর হ’বার তুয়াইতাম?
হালুগাইট্ট্যে মুড়ির টিন
অবাজি ফাডা ছিরে টিইয়ে লইতেন্য!
হালুগাইট্ট্যে মুড়ির টিন
ছাই লেডিস ছিট ছারি দ’না ভাই, ছারি দ’না
এ ভাইডি গাড়িতি কিডা কিডা ওঠলো হিসাব ঠিকঠাক রাহিস কলাম
চুইঝাল গোস খাইয়ে আইসি ঢ্যাকা কাহা ওঠসে সিরাম!
ভাড়া-ভুড়ো না দে কেউ নামতি না পারে দেহিস
ফকু দে গেলি, দাবড়ায় নামায় দিস!
জোরে টাইনে গেলি ওক্কাহা আস্তে
মোটামুটি গতি দিলি পাইলট ঝিমোসসে
তালি যাবো কিরোম ওরে উইড়ে উইড়ে?
ফুলতলাত্তে সোনাপোতা ঘুইরে ঘুইরে?
নাতি খাতি বেলা যায় শুতি পারি না
স্টেরিং এ বসলি পরে উঠতি পারি না
রাস্তাডা ভাংগা-ভুংগো যাত্রীগে তাড়াহুড়ো
ছলফলগে হুড়োহুড়ি নিতি পারি না
গাড়ি কহনও জিরোয় না তাড়াতাড়ি চলতিসে
কিলাস চাইপে ধইরে ধইরে চাইর ঠ্যাং ঘুরতিসে
কুয়ানতে কুয়ানে কোন তালে যাচ্ছে?
নাইচে কুইদে ঠেইলে ঠুইলে বেতালে দোড়োচ্ছে
ঠিয়েই ঠিয়েই মানুষ লর গায়ে গায়ে লাগা
দুই সিডুর মাঝ’দি নাইরে ঠ্যাং রাহিবের জাগা
হাক্কু হাঁশের হুক্কুর হুক্কুর শিন্যাৎ ফৈজ্জ্যে টান
ফিছুর সিডুৎ বৈ বৈ এনে লেহির এই গান
হালুগাইট্ট্যে মুড়ির টিন
এ লেডিস উঠতেছে ঠিকঠাক বসাইস
হালুগাইট্ট্যে মুড়ির টিন
আরে ভাই আপনে ব্যাটা মানুষ লেডিস সিটে বইলা খ্যানে?
হালুগাইট্ট্যে মুড়ির টিন
টাহা-টুহা ঠিকঠাক নিস এই
হালুগাইট্ট্যে মুড়ির টিন
আফনার কিউর হাফ ভাড়ারে ভাই, আফনে তো বুরাইচ্চা
হালুগাইট্ট্যে মুড়ির টিন
বদ্দারাট, সক্ বাজার, আন্দরকিল্ল্যে, নিউমার্কেট
হালুগাইট্ট্যে মুড়ির টিন
উস্তাদ সোলো গর লামাই দি
হালুগাইট্ট্যে মুড়ির টিন
দুরু লাইমতু দ’না, ফিছে য না
হালুগাইট্ট্যে মুড়ির টিন
হালুরঘাইট্টা মুড়ির টিন গানের লিরিকের অর্থ
কালুরঘাট থেকে ছাড়ছে গাড়ি নিয়ে আল্লাহর নাম
এক ঘণ্টা পার হয়ে গেল তবু বহদ্দারহাট না আসলাম
মুরগীর মত ঝিমাইতে ঝিমাইতে চলছে গাড়িখান
ড্রাইভারের ভাই কোন হুশ নাই যাত্রী পেরেশান
ঠেসে ঠুসে যাত্রী নিচ্ছে গায়ে গায়ে লাগা
দুই সিটের মাঝখানে নাইরে পা রাখার জায়গা
চাচায় কাশে খুক্কুর খুক্কুর সিনায় লাগছে টান
পিছের সিটে বইসা বইসা লিখতেছি এই গান
কালুরঘাইটা মুড়ির টিন
বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা, নিউমার্কেট
কালুরঘাইটা মুড়ির টিন
আসেন আসেন, আরে ভাই দোড়ায়ে উঠেন
কালুরঘাইটা মুড়ির টিন
ধুর ভাই ভাংতি টাকা দেন না
কালুরঘাইটা মুড়ির টিন
আগে বারো উস্তাদ
রাস্তার তো ভাই মা-বাপ নাই কিছুদুর পর পর ভাঙ্গা
গর্তে পড়লে উল্টায়ে আসে কইলজা - গুর্দা - মাথা
যেখানে সেখানে ব্রেক করে সকেট-জাম্পার নাই
ব্রেকের চোটে গাড়ির ভিতরে মানুষে বাড়ি খায়