ঢাকার নিউ সুপার মার্কেটে আগুন, অসুস্থদের ঢামেকে ভর্তি


এডু ডেইলি ২৪ প্রকাশ: এপ্রিল ১৫, ২০২৩, ৫:৪৬ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১৭ অপরাহ্ন /
ঢাকার নিউ সুপার মার্কেটে আগুন, অসুস্থদের ঢামেকে ভর্তি

ঢাকার নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া গেছে। আজ শনিবার (১৫ এপ্রিল ২০২৩) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। এই খবর পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার পর সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর সকাল ৯টা ১০ মিনিটে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে বলে ওই সময় জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ও নানাভাবে আহত হয়ে এ পর্যন্ত ৩২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য রয়েছেন ৯ জন।

দোকানিদের মালামাল উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মো. মাইন উদ্দিন।

ঈদের মাত্র সাত দিন বাকি থাকতেই আগুনে পুড়ল নিউ সুপার মার্কেট। ৪ এপ্রিল ভোরে রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সব হারিয়ে বঙ্গবাজারের ব্যবসায়ীরা এখন চৌকি পেতে পণ্য বিক্রি করছেন। চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর।  এর ১১ দিন পর আবার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

পৌনে ১২টার দিকেও মার্কেটের তৃতীয় তলা থেকে আগুনের ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে। পুরো নিউমার্কেটে এলাকার সব দোকান বন্ধ রয়েছে। তবে সব দোকানের সামনে অবস্থান করছেন উদ্বিগ্ন ব্যবসায়ীরা। নিউ সুপার মার্কেটসংলগ্ন দক্ষিণের নিউমার্কেটের অনেক দোকান থেকে মালামাল সরিয়ে নিতে দেখা গেছে।

5/5 - (5 votes)