৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার আসনবিন্যাস ও নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকার ১৮৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে তিন লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেবেন।
সোমবার (৬ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্রে থাকা ছবি ও রেজিস্ট্রেশন নম্বর যাচাই করা হবে। প্রবেশপত্রে উল্লিখিত ৮ সংখ্যার রেজিস্ট্রেশন নম্বর কালো কালি দিয়ে লিখে সংশ্লিষ্ট বৃত্ত ভরাট করতে হবে।
পরীক্ষার সময় কোনো বই, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড, গহনা ও ব্যাগ পরীক্ষা কেন্দ্রে আনা যাবে না। গেটেই মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে।
পরীক্ষার সময় প্রশ্নপত্রের সেট নম্বর ও উত্তরপত্রের সেট নম্বর অভিন্ন কিনা তা নিশ্চিত করতে বলা হয়েছে। প্রশ্নপত্র বিতরণের পর দুপুর ১২টার আগে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো পরীক্ষার্থী যদি নকল, জালিয়াতি বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বন করেন, তবে তার প্রার্থিতা বাতিলসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ পরীক্ষায় থাকবে ২০০টি এমসিকিউ প্রশ্ন। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা। দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতিলেখকসহ প্রতি ঘণ্টায় ১০ মিনিট অতিরিক্ত সময় এবং অন্যান্য প্রতিবন্ধীদের প্রতি ঘণ্টায় ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।
পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা চলতি মাসের ২৬ অক্টোবর থেকে শুরু হতে পারে। চূড়ান্ত তারিখ ও সময় পরে পিএসসির ওয়েবসাইট ও গণমাধ্যমে জানানো হবে।