করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ (২২ মার্চ ২০২০, রবিবার) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে পরীক্ষার নতুন সময়সূচির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, ২১ মার্চ ২০২০ (শনিবার) এক গুরুত্বপূর্ণ সভায় সব বোর্ডের চেয়ারম্যানরা পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নেন এবং এ ব্যাপারে প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক গণমাধ্যমকে জানান, করোনাভাইরাসের কারণে পরীক্ষা পেছানো হয়েছে।
পরীক্ষা পেছানোর কারণে প্রবেশপত্র বিতরণ কার্যক্রমও স্থগিত করা হয়েছে।