রকমারি

অগ্রিম ঈদ মোবারক পিকচার, শুভেচ্ছা স্ট্যাটাস ও এসএমএস [Eid mubarak picture, status & SMS]

অগ্রিম ঈদ মোবারক পিকচার, শুভেচ্ছা স্ট্যাটাস ও এসএমএস [Eid mubarak picture, status & SMS] নিয়ে এই পোস্টে আলোচনা করা হলো। আগামী ২২ কিংবা ২৩ এপ্রিল ২০২৩ (চাঁদ দেখা সাপেক্ষে) বাংলাদেশে উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর। এই দিন উপলক্ষ্যে বন্ধু, সহকর্মী, পরিচিত ও পরিবারের সদস্যদের ঈদের শুভেচ্ছা পাঠান অনেকেই। এছাড়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বহু মানুষ।

দ শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৩

  • ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস-১

শুভ রজনী, শুভ দিন।

রাত পেরোলেই ঈদের দিন

উপভোগ করবে সারাদিন

ঈদ পাবে না প্রতিদিন।

দাওয়াত রইলো ঈদের দিন

ঈদ মোবারক

  • ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস-২

চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়।

কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়। 

মনের গহীন থেকে জানাই ঈদের শুভেচ্ছা

** ঈদ মোবারক **

  • ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস-৩

ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে

অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,

সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,

শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে

**** ঈদ মোবারক ***

  • ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস-৪

চাঁদ উঠেছে, ফুল ফুটেছে

দেখবি কে কে আয়

নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায়

ঈদ মোবারাক

  • ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস-৫

কাল ঈদুল আযহা

সাজবে তুমি মেহেদি দিয়ে

রাঙ্গাবে তোমার হাত

এই খুশির সময়টুকু

কাটুক তোমার ১২ মাস

****ঈদ মোবারাক****

  • ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস-৬

পৃথিবী জুড়ে চলছে ঈদের উৎসব

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।

ঈদ মানে কষ্টের মাঝেও একটুখানি হাসি

ঈদ মোবারক।

  • ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস-৭

ফুল সুবাস দেয়,,,,,,,,,,,,,,,,,,,,

দৃষ্টি মন চুরি করে,,,,,,,,,,,,,,,,

খুশি আমাদের হাসায়,,,,,,,,,,

দুঃখ আমাদের কাদায়,,,,,,,,,

আমার এসএমএস তোমাকে শুভেচ্ছা জানাই

********ঈদ মুবারক*********

  • ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস-৮

ঈদে থাকবে নাকো হ্রদয়ের ব্যাথা

আমার অনেক চাওয়া

ঈদ থেকে সব পাওয়া

তাই ঈদের প্রতি এত ভালবাসা।

ঈদের খুশির দিনে তোমায় পরে মনে,

তুমি কাছে এলে কষ্ট যাই সব ভুলে,

তুমি দুরে গেলে কষ্ট গুলো বারে,

তাইত তোমায় রেখেছি আমার মনের ১টি কোণে…

অগ্রিম ঈদ মোবারক শুভেচ্ছা SMS

  • ঈদের শুভেচ্ছা SMS ১

আমার হৃদয়ের অন্তস্থল থেকে সবাইকে জানাই

ঈদের শুভেচ্ছা

ঈদ মোবারক

  • ঈদের শুভেচ্ছা SMS ২

****ঈদ মোবারক****

আপনাকে এবং আপনার পরিবারকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন।

এই ঈদ আপনার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।

  • ঈদের শুভেচ্ছা SMS ৩

দিনে গরম রাতে শীত

চলে এসেছে কুরবানি ঈদ,

সাদা রুটি মাংসের ঝোল

খেতে তোমরা করোনা ভুল।

ঈদে থাকব হাসি-খুশি… ঈদ মোবারক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button