অনলাইনে শিক্ষক নিবন্ধন সনদ যাচাই করা যাবে


এডু ডেইলি ২৪ জুন ২৩, ২০২১, ২:১৩ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২১ অপরাহ্ন
অনলাইনে শিক্ষক নিবন্ধন সনদ যাচাই করা যাবে

অনলাইনে শিক্ষক নিবন্ধন সনদ যাচাই করা যাবে ১ জুলাই ২০২১ থেকে । বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর উদ্যোগে এই অনলাইন সেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে এই সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে এনটিআরসিএ।

আদেশে জানানো হয়, নিবন্ধনধারী শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাইয়ের আবেদন অনলাইনে গ্রহণ ও অনলাইনে যাচাই প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠান নিবন্ধনধারী কোনো শিক্ষকের নিবন্ধন যাচাই করতে ইচ্ছুক সেসব প্রতিষ্ঠান office@ntrca.gov.bd ই-মেইলে সংশ্লিষ্ট শিক্ষকের নিবন্ধন সনদ ও নিয়োগপত্র প্রতিষ্ঠান থেকে সত্যায়িত করে পাঠাতে হবে।

যে ই-মেইলে প্রতিষ্ঠান যাচাই প্রতিবেদন পেতে ইচ্ছুক তা ফরওয়ার্ডিং পত্রে উল্লেখ করতে হবে। সনদ যাচাইয়ে কোনো ফি দিতে হবে না। ফরওয়ার্ডিং পত্রে উল্লেখ করা ই-মেইলে যাচাই প্রতিবেদন পাঠানো হবে এবং এনটিআরসিএ ওয়েবসাইট (www.ntrca.gov.bd) থেকে যাচাই প্রতিবেদন ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।

Rate this post

Leave a Reply

BD Results App