অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ ২০২২ - পদ ৩৬৩টি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ ২০২২ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৪ ক্যাটাগরিতে ৩৬৩ জন নিয়োগ দেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। অনলাইনে আবেদন করা যাবে ৩০ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত।

বিআইডাব্লিউটিএ নিয়োগ ২০২২

  • চাকরিদাতা প্রতিষ্ঠান : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ - Bangladesh Inland Water Transport Authority (BIWTA)
  • চাকরির ধরণ : সরকারি চাকরি
  • পদ সংখ্যা (Number of vacancy) : ৩৬৩টি।
  • আবেদনের ফি (Application Fee: ১-১১ নং পদের ফি ৩২০ টাকা এবং ১২-২৪ নং পদের ক্ষেত্রে ২১৫ টাকা।
  • অনলাইনে আবেদনের লিংক : http://jobsbiwta.gov.bd
  • আবেদনের শেষ তারিখ : ৩০ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত।

পদের তালিকা, পদ সংখ্যা, বেতন ও যোগ্যতা


১. তড়িৎ প্রকৌশলী
পদ সংখ্যা : ২টি
বেতনঃ ৩৫৫০০-৬৭০১০ টাকা (গ্রেড : ৬)
বয়স : ২৭ হতে ৪০ বছর
যোগ্যতা : তড়িৎ প্রকৌশলে স্নাতক/ সমমানের ডিগ্রি।

২. সরকারি নৌ স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা
পদ সংখ্যা : ৫টি
বেতন : ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড : ৯)
বয়স : ২১ হতে ৩০ বছর
যোগ্যতা : নৌ স্থাপত্য এবং নৌ-প্রকৌশল এ স্নাতক ডিগ্রি।

৩।. সরকারি নৌ প্রকৌশলী, সহকারি যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার
পদ সংখ্যা : ৬টি
বেতন : ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড : ৯)
বয়স : ২১ হতে ৩০ বছর
যোগ্যতা : মেকানিক্যাল/ মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।

৪. সহকারি প্রকৌশলী
পদ সংখ্যা : ৬টি
বেতন : ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড : ৯)
বয়স : ২১ হতে ৩০ বছর
যোগ্যতা : পুর প্রকৌশল অথবা পানি সম্পদে স্নাতক ডিগ্রি।

৫. নদী জরিপকারী
পদ সংখ্যা : ১ টি
বেতন : ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড : ৯)
বয়স : ২১ হতে ৩৫ বছর
যোগ্যতা : স্নাতক পর্যায়ে অংক সহ হাইড্রোগ্রাফিক/ ওসানোগ্রাফি তে স্নাতক ডিগ্রি।

৬. সহকারি তড়িৎ প্রকৌশলী (ডেকা চেইন)
পদ সংখ্যা : ৪টি
বেতন : ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড : ৯)
বয়স : ২১ হতে ৩৫ বছর
যোগ্যতা : ইলেকট্রনিক্স ইলেকট্রিকালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

৭. সহকারী প্রকৌশলী (সিএসই)
পদ সংখ্যা : ২টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড : ৯)
বয়স : ২১ হতে ৩০ বছর
যোগ্যতা : তড়িৎ/ কম্পিউটার প্রকৌশলে স্নাতক ডিগ্রি।

৮. কনিষ্ঠ নদী জরিপকারী
পদ সংখ্যা : ৬টি
বেতন : ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড : ১৩)
বয়স : ২১ হতে ৩০ বছর
যোগ্যতা : গণিতসহ বিএ ডিগ্রী অথবা পদার্থ রসায়ন ও গণিত সহ বিএসসি ডিগ্রি।

৯. উপ-সহকারী প্রকৌশলী (পুর প্রকৌশল)
পদ সংখ্যা : ২টি
বেতন : ১৬০০০-৩৮৬৪০ টাকা (গ্রেড : ১০)
বয়স : ২১ হতে ৩০ বছর
যোগ্যতা : পুর প্রকৌশলে ডিপ্লোমাধারী প্রকৌশলী হতে হবে।

১০. সহকারি কারিগরি কর্মকর্তা
পদ সংখ্যা : ১২টি
বেতন : ১৬০০০-৩৮৬৪০ টাকা (গ্রেড : ১০)
বয়স : ২১ হতে ৩৫ বছর
যোগ্যতা : নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমা।

১১. তত্ত্বাবধায়ক (তড়িৎ), কারিগরি সহকারি (তড়িৎ), উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)
পদ সংখ্যা : ৭টি
বেতন : ১৬০০০-৩৮৬৪০ টাকা (গ্রেড-১০)
বয়স : ২১ হতে ৩৫ বছর
যোগ্যতা : ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্সে ডিপ্লোমাধারী হতে হবে।

১২. কারিগরি সহকারি
পদ সংখ্যা : ২০টি
বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড : ১৪)
বয়স : ২১ হতে ৩০ বছর
যোগ্যতা : এসএসসি সহ সাব ওভারশিয়ার সার্ভে ফাইনাল পাস।

১৩. কারিগরি সহকারি (মেরিন/ ডিজেল/ জাহাজ নির্মাণ/ মেকানিক্যাল)
পদ সংখ্যা : ২০টি
বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড : ১৪)
বয়স : ২১ হতে ৩০ বছর
যোগ্যতা : এসএসসি সহ সংশ্লিষ্ট দুই বছর মেয়াদী কোর্স পাস।

১৪. কারিগরি সহকারি (তড়িৎ)
পদ সংখ্যা : ১৫টি
বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড : ১৪)
বয়স : ২১ হতে ৩০ বছর
যোগ্যতা : এসএসসি সহ সংশ্লিষ্ট দুই বছর মেয়াদী কোর্স পাস।

১৫. তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারি ও সহকারি
পদ সংখ্যা : ৩টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

১৬. কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা : ১০টি
বেতন : ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড : ১৩)
বয়স : ২১ হতে ৩০ বছর
যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রী।

১৭. ড্রাইভার-৩
পদ সংখ্যা : ১০ টি
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড : ১৬)
বয়স : ১৮ হতে ৩০ বছর
যোগ্যতা : তৃতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার হিসেবে কম্পিটেন্সি সার্টিফিকেটধারী হতে হবে।

১৮. ওয়েন্ডার
পদ সংখ্যা : ৫ টি
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড : ১৬)
বয়স : ১৮ হতে ৩০ বছর
যোগ্যতা : এসএসসি সহ ওয়েল্ডিং কাজের অভিজ্ঞতা।

১৯. মোটর মেকানিক/ ডিজেল মেকানিক/ মেকানিক
পদ সংখ্যা : ১৫ টি
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড : ১৬)
বয়স : ১৮ হতে ৩০ বছর
যোগ্যতা : ৪ মাস মেয়াদী কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

২০. ইলেকট্রিক মেকানিক/ ইলেকট্রিশিয়ান (জাহাজ)
পদ সংখ্যা : ১০ ট
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড : ১৬)
বয়স : ১৮ হতে ৩০ বছর
যোগ্যতা : সরকারি কর্তৃপক্ষ হতে বি-গ্রেড লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।

২১. গ্রীজার
পদ সংখ্যা : ৬১টি
বেতন : ৯০০০-২১৮০০ টাকা (গ্রেড : ১৭)
বয়স : ১৮ হতে ৩০ বছর
যোগ্যতা : মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

২২. লস্কর
পদ সংখ্যা : ৭৩টি
বেতন : ৮৫০০-২০৫৭০ টাকা (গ্রেড : ১৯)
বয়স : ১৮ হতে ৩০ বছর
যোগ্যতা : ডিইপিটিসি হতে ১ বছর মেয়াদী কোর্স পাস অথবা মাধ্যমিক পাস।

২৩. ভান্ডারী
পদ সংখ্যা : ৩০টি
বেতন : ৮৫০০-২০৫৭০ টাকা (গ্রেড : ১৯)
বয়স : ১৮ হতে ৩০ বছর
যোগ্যতা : মাধ্যমিক পাস সহ খাদ্য পাক করার অভিজ্ঞতা থাকতে হবে।

২৪. তোপাষ
পদ সংখ্যা : ৩০ টি
বেতন : ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড : ২০)
বয়স : ১৮ হতে ৩০ বছর
যোগ্যতা : মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

বয়সের হিসাব : প্রার্থীর বয়সসীমার হিসাব ১ এপ্রিল ২০২২ তারিখ অনুযায়ী।

আবেদনের নিয়ম

আবেদন করতে হবে অনলাইনে http://jobsbiwta.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে।

  • অনলাইনে প্রদর্শিত ফরম সঠিকভাবে পুরুণ করুন।
  • যথা স্থানে ছবি ও স্বাক্ষর আপলোড দিন।
  • সবশেষে Submit Registration ক্লিক করুন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

BIWTA job circular 2022 pdf download link : http://biwta.portal.gov.bd/sites/default/files/files/biwta.portal.gov.bd/page/26fc265f_0f5f_4193_8f25_01328a85a0cc/2022-04-03-04-52-1fceffedc8d322cc2ee720596e713586.pdf

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.