যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয় আই গ্লোবাল ইউনিভার্সিটি
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয় আই গ্লোবাল ইউনিভার্সিটি-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটি ( IGlobal University ) বা আইজিইউ নামেও পরিচিতি পাবে। বাংলাদেশি প্রকৌশলী আবুবকর হানিপের মালিকানাধীন এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ার ভিয়েনায়।
২৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটির (www.igu.edu) আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ইতিহাসে আরেকটি অধ্যায়ের সংযোজন ঘটল যুক্তরাষ্ট্রের ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটি চালুর মধ্য দিয়ে। বহুজাতিক এ সমাজে প্রবাসীদের স্বপ্ন বাস্তবায়নের পথেই শুধু নয়, বাংলাদেশের উদ্যমী এবং মেধাবীদের দক্ষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের যে পাঠক্রম-তা আন্তর্জাতিক ক্ষেত্রে উচ্চ বেতনে চাকরির পথ সুগম করবে। যত বেশি বাংলাদেশি বিদেশে উচ্চ বেতনে চাকরি পাবেন, তত বেশি অর্থ যাবে বাংলাদেশে এবং ইতিমধ্যেই তার প্রমাণ মিলতে শুরু করেছে।”
তিনি আরো বলেন, “অভিবাসী সমাজের স্বপ্ন পূরণে অন্যতম প্রধান অবলম্বন হচ্ছে দক্ষ হিসেবে শিক্ষা লাভ করা। বাংলাদেশের এক কোটি ২৩ লাখেরও অধিক মানুষ এখন বিভিন্ন দেশে কাজ করছেন। তাঁরা যদি আন্তর্জাতিক মানের চাকরির উপযোগী শিক্ষা লাভে সক্ষম হন, তাহলে বাংলাদেশই প্রকারান্তরে উপকৃত হবে।”