সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ ফলাফল প্রকাশ, পাশ ৫১৭৮ জন
সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ ফলাফল ২০২২ (pdf) প্রকাশিত হয়েছে, পাশ করেছেন ৫১৭৮ জন। ৩১ অক্টোবর ২০২২ তারিখ রাতে নিজেদের ওয়েবসাইটে লিখিত (mcq) এই নিয়োগ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে সমাজসেবা অধিদপ্তর (dss.gov.bd)। গত ২১ অক্টোবর ২০২২ তারিখে সারা দেশের বিভিন্ন কেন্দ্রে ৪৬৩টি শূন্য পদে সমাজকর্মী (ইউনিয়ন) নিয়োগের এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ ২০২২
নিয়োগ কর্তৃপক্ষ : | সমাজসেবা অধিদপ্তর (DSS) |
পদের নাম : | সমাজকর্মী (ইউনিয়ন), গ্রেড-১৬ |
পদের সংখ্যা : | ৪৬৩টি |
চাকরির প্রার্থী সংখ্যা : | আবেদন করেছেন ৬,৬২,২৭০ জন (অংশ নিয়েছেন ২,৩৬,৬৪১ জন) |
লিখিত পরীক্ষার তারিখ : | ২১ অক্টোবর ২০২২, শুক্রবার। সকাল ১০-১১.৩০টা |
পরীক্ষার স্থান : | ৬৪টি জেলায় একযোগে |
পরীক্ষা পদ্ধতি : | MCQ (ওএমআর শিট সম্বলিত), মান ৭০ |
প্রবেশপত্র ডাউনলোড : | http://admit.dss.gov.bd |
রেজাল্ট প্রকাশ : | ৩১-১০-২০২২ |
ওয়েবসাইট : | http://www.dss.gov.bd |
আবেদন করেছিলেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন
ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরির জন্য আবেদন করেছিলেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন প্রার্থী। গত ২১ অক্টোবর সারা দেশে ৬৪ জেলায় ইউনিয়ন সমাজকর্মী পদের লিখিত পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৩৬ হাজার ৬৪১ জন অংশগ্রহণ করে। অর্থাৎ অনুপস্থিত ছিলেন ৪ লাখ ২৫ হাজার ৬২৯ জন।
উপস্থিতির শতকরা হার ৩৫ দশমিক ৭৩। শ্রুতিলেখকের সহায়তায় ৬৫ প্রতিবন্ধী প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭০ জনকে বহিষ্কার ও শাস্তির আওতায় আনা হয়েছে। তার মধ্যে ৫৩ জন পুরুষ ও ১৭ জন নারী।
২০১৮ সালে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই হিসেবে আবেদনের চার বছর পর লিখিত পরীক্ষা নেওয়া হয়।
এর আগে দুবার সমাজকর্মী পদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেও তা স্থগিত করা হয়েছিল। ২০১৯ ও ২০২১ সালে এ পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছিল।
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার ফলাফল নোটিশ ২০২২
সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ ফলাফল যেভাবে
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী রেজাল্ট ২০২২ (pdf) পাওয়া যাবে http://www.dss.gov.bd ওয়েবসাইটে।
- DSS union somaj kormi result 2022 pdf download link: http://www.dss.gov.bd/sites/default/files/files/dss.portal.gov.bd/notices/392f56e6_e00a_49a8_bfb0_dbcd4bb1ca13/2022-10-31-13-58-00785a5578e9254273805f668a156ccb.pdf