ঈদের ছুটি ১৩-১৫ মে ২০২১

এবার ঈদের ছুটি ১৩ মে (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে। ঈদের ছুটি থাকবে ৩ দিন। সে হিসেবে ১৫ মে (শনিবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন ১১ মে (মঙ্গলবার) এ তথ্য জানান।

প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন। তিন দিনের বেশি কেউ ঈদের ছুটি কাটাতে পারবেন না।

এর আগে, অনেকে ১২ মে (বুধবার) থেকে ঈদের ছুটি মনে করে প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত ১৩ মে থেকে ছুটি শুরু হচ্ছে।