এইচএসসি বৃত্তির ফলাফল ২০২০

২০২০ সালের এইচএসসি বৃত্তির ফলাফল প্রকাশিত হয়েছে। করোনার কারণে এইচএসসি পরীক্ষার্থীদের ‘অটোপাস’ দেওয়া হয়েছিল। অটোপাসের ফলাফলের ভিত্তিতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছেন ১০,৫০১ জন শিক্ষার্থী।

২২ এপ্রিল ২০২১ তারিখে বিভিন্ন শিক্ষা বোর্ডর ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করছে সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, ঢাকা, সিলেট, বরিশাল ও কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া বাকি শিক্ষা বোর্ডগুলোও আজকের মধ্যে তাদের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে।

মাউশি জানিয়েছে, এবার এইচএসসি পরীক্ষায় মেধাবৃত্তি পেয়েছে মোট এক হাজার ১২৫ শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ বৃত্তি পেয়েছে ৯ হাজার ৩৭৬ শিক্ষার্থী।

মেধাবৃত্তি পাওয়াদের মধ্যে, ঢাকা শিক্ষা বোর্ডে ৪২৭, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭২, রাজশাহী শিক্ষা বোর্ডে ১৯৪, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬৯, সিলেট শিক্ষা বোর্ডে ৩১, বরিশাল শিক্ষা বোর্ডে ৪১, যশোর শিক্ষা বোর্ডে ৯৪, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৮৬ ও দিনাজপুর শিক্ষা বোর্ডে ১১১ শিক্ষার্থী রয়েছে।

আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মধ্যে- ঢাকা শিক্ষা বোর্ডে ২ হাজার ৭০০, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬৫৯, রাজশাহী শিক্ষা বোর্ডে এক হাজার ২৬২, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৯৬, সিলেট শিক্ষা বোর্ডে ৫৯২, বরিশাল শিক্ষা বোর্ডে ৫৭০, যশোর শিক্ষা বোর্ডে এক হাজার দুই, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৭২৯, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৯৬৬ শিক্ষার্থী রয়েছে।

যারা মেধা বৃত্তি পেয়েছেন তাদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন এক হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে।

এইচএসসি ২০২০ বৃত্তির তালিকা (মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি) :

✅ বোর্ড ভিত্তিক বৃত্তির ফলাফল (পিডিএফ) ডাউনলোড করুন :

★ ঢাকা বোর্ড : https://drive.google.com/file/d/1LNkCisshWCjuaAEVGmkd6q-QMR5JsXG1/view?usp=drivesdk

★ কুমিল্লা বোর্ড : https://drive.google.com/file/d/1LQLGI6NVBm-vIQ0C4843dcCcmnNrDH94/view?usp=drivesdk

★ বরিশাল বোর্ড : https://drive.google.com/file/d/1LZuHXCn-Q0Ty7kZ7R7OvIIuZk7gsETIr/view?usp=drivesdk

★ সিলেট বোর্ডঃ https://drive.google.com/file/d/1L_SZIiAcmE3sHxb-f4-Z63e52Odht2mU/view?usp=drivesdk

★ ময়মনসিংহ বোর্ড : বোর্ডের ওয়েবসাইট দেখুন।

★ দিনাজপুরের বোর্ড : বোর্ডের ওয়েবসাইট দেখুন।

★ রাজশাহী বোর্ড : বোর্ডের ওয়েবসাইট দেখুন।

★ চট্টগ্রাম বোর্ড : বোর্ডের ওয়েবসাইট দেখুন।