এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২২ – ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়ম


এডু ডেইলি ২৪ প্রকাশ: মে ৭, ২০২৩, ১০:২২ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৮ অপরাহ্ন /
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২২ – ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়ম

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করা যাবে ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। প্রতি পত্র/বিষয়ের জন্য আবেদন ফি ১৫০ টাকা পরিশোধ করতে হবে টেলিটক সিম থেকে টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে ।

এসএমএস-এর মাধ্যমে HSC পুনঃনিরীক্ষণের পদ্ধতি

২টি এসএমএস পাঠিয়ে HSC পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

১ম এসএমএস ফরম্যাট

RSC board_name roll subject code (কমা দিয়ে বিভক্ত) এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে

উদাহরণ: RSC dha 123456 107,108,101

ফি পরিশোধের জন্য এসএমএস ফরম্যাট

RSC YES pin_no Cont.No এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে

উদাহরণ: RSC YES 25123456 01xxxxxxxxx

HSC rescrutiny notice 2022 >> https://dhakaeducationboard.gov.bd/data/20220213163327887646.pdf

উল্লেখ্য, ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় সার্বিকভাবে গড় পাসের হার ৯৫.২৬ শতাংশ।

HSC rescrutiny application 2022

HSC rescrutiny application 2022
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২২ - ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়ম 2

সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট

Dhaka Board :https://dhakaeducationboard.gov.bd
Comilla Board :https://comillaboard.portal.gov.bd
Barisal Board :https://barisalboard.portal.gov.bd
Sylhet Board :https://sylhetboard.gov.bd
Chittagong Board :https://web.bise-ctg.gov.bd/bisectg
Jessore Board :https://www.jessoreboard.gov.bd
Rajshahi Board :http://www.rajshahieducationboard.gov.bd
Dinajpur Board :http://dinajpureducationboard.gov.bd
Madrasa Board :http://www.bmeb.gov.bd
Bangladesh technical education board (BTEB) :http://www.bteb.gov.bd

শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।

Rate this post