এলপিজির নতুন দাম ঘোষণা আজ । LPG গ্যাসের দামের তালিকা ২০২৩
LPG গ্যাসের দামের তালিকা ২০২৩ / এলপিজির নতুন দাম ঘোষণা আজ করা হয়েছে। দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ১৭৮ টাকা থেকে ৫৭ টাকা বাড়িয়ে ১,২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই হারে বাড়বে অন্যান্য সিলিন্ডারের দামও। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মার্চে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করেছিল ১ হাজার ৪২২ টাকা, যা ফেব্রুয়ারিতে ছিল ১ হাজার ৪৯৮ টাকা।
২ মে ২০২৩ তারিখ (মঙ্গলবার) দুপুরে ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য ২ মে ২০২৩ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
BIRC এর ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১০২ টাকা ৯১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৯ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটার মূল্য ৫৭ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৪২২ টাকা থেকে ২৪৪ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
বিইআরসির এক বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়েছে। BIRC প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। চলতি মার্চ মাসের নির্ধারিত নতুন দাম ২ মে ২০২৩ তারিখে সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে, ১২ কেজির সিলিন্ডারে এলপিজির দাম গত ঢেফ মাসে একলাফে ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল।
LPG গ্যাসের দামের ২০২৩ / এলপিজি গ্যাসের দাম কত আজকে ২০২৩
সিলিন্ডার | দাম |
সাড়ে ৫ কেজি ওজনের একটি সিলিন্ডার | দাম ৫৯৪ টাকা |
১২ কেজি ওজনের সিলিন্ডার | দাম ১২৯৭ টাকা |
সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডার | দাম ১৩৫১ টাকা |
১৫ কেজি সিলিন্ডার | দাম ১৬২১ টাকা |
১৬ কেজি সিলিন্ডার | দাম ১৭২৯ টাকা |
১৮ কেজি সিলিন্ডার | দাম ১৯৪৬ টাকা |
২০ কেজি সিলিন্ডার | দাম ২১৬২ টাকা |
২২ কেজি সিলিন্ডার | দাম ২৩৭৮ টাকা |
২৫ কেজির সিলিন্ডার | দাম ২৭০২ টাকা |
৩০ কেজির সিলিন্ডার | দাম ৩১২৮ টাকা |
৩৩ কেজির সিলিন্ডার | দাম ৩২৪৩ টাকা |
৩৫ কেজির সিলিন্ডার | দাম ৩৭৮৩ টাকা |
৪৫ কেজির সিলিন্ডার | দাম ৪৮৬৪ টাকা |