২০২৩ সালের এসএসসি-এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসে
২০২৩ সালের এসএসসি-এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের এপ্রিলে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।
নতুন সিদ্ধান্ত হলো, ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে সব বিষয়ে পূর্ণ নম্বরে এবং পূর্ণ সময়ে।
১২ এপ্রিল ২০২২ তারিখে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, ‘২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা এপ্রিল ও এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।’
তিনি আরো জানান, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য ঘোষিত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। আর ওই বছরের (২০২৩) এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২২ সালের জন্য নির্ধারিত ১৮০ কর্মদিবসের পাঠ্যসূচি অনুসারে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকল বিষয়ে হবে এবং পূর্ণ নম্বরে হবে।
তবে চলতি বছরের (২০২২) অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।
উল্লেখ্য, চলতি বছরের (২০২২) এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ১৫০ কর্মদিবস করে পাঠ্যসূচি পরিমার্জন করা হয়েছিল। অন্যদিকে এ বছরের মতো ১৮০ দিনের পরিমার্জিত পাঠ্যসূচির ভিত্তিতে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা।