এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৩১ মে ২০২০
২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৩১ মে প্রকাশ করা হবে। ওই দিন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এসএসসির ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (২১ মে ২০২০, বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা-২০২০ অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট প্রায় সাড়ে ২০ লাখ
পরীক্ষার্থী অংশ নেয়।
এ বছর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও পরীক্ষার্থী ও অভিভাবকরা ফলাফল জানতে পারবে।
নতুন ব্যবস্থায় প্রাক নিবন্ধন করা থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মোবাইলে এসএমএস করে ফল জানিয়ে দেওয়া হবে। প্রাক নিবন্ধনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC BoardName (প্রথম তিন অক্ষর) Roll Year লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।