এসএসসি, দাখিল ও ভোকেশনাল ফলাফল প্রকাশ, পাস ৮৭.৪৪ শতাংশ

এসএসসি, দাখিল ও ভোকেশনাল ফলাফল প্রকাশ, পাসের হার ৮৭.৪৪ শতাংশ। দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ১৪ শতাংশ কম। গত বছর (২০২১ সালে) এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল।

এসএসসি-দাখিল-ভোকেশনাল ফলাফল ২০২২

বোর্ড : ৯টি সাধারণ শিক্ষা বোর্ড
পরীক্ষা :এসএসসি ও সমমান ২০২২
পাসের হার :৮৭.৪৪ শতাংশ
পরীক্ষার্থী সংখ্যা :২০ লক্ষাধিক
ওয়েবসাইট : http://www.educationboardresults.gov.bd
এসএসসি-দাখিল-ভোকেশনাল ফলাফল ২০২২

এছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮২.২২ শতাংশ, ৯টি শিক্ষা বোর্ডে ৮৮.১০ শতাংশ এবং কারিগরিতে ৮৪.০৭ শতাংশ। ২৮ নভেম্বর ২০২২ (সোমবার) সকাল সাড়ে ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসির ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে একে একে নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এবং কারিগরি ও মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা স্ব স্ব বিভাগের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। ফল প্রত্যাশীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও খুদে বার্তার মাধ্যমে ফল দেখতে পাচ্ছেন।

জিপিএ-৫ পেয়েছে ২,৬৯,৬০২ জন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২,৬৯,৬০২ জন। এর মধ্য সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ–৫ পেয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৬৩।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮৮ দশমিক ১০। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে ২,৬৯,৬০২ জন। এর মধ্য সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ–৫ পেয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৬৩।

এসএসসি পরীক্ষায় কোন বোর্ডে কত পাস

২৮ নভেম্বর ২০২২ তারিখ দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ২০২২ সালের এসএসসি ও সমমানের ফলাফল ও পরিসংখ্যান সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন।

বোর্ডের নামপাসের হার
ঢাকা শিক্ষা বোর্ড৯০ শতাংশ
ময়মনসিংহ শিক্ষা বোর্ড৮৬.০৭ শতাংশ
রাজশাহী শিক্ষা বোর্ড৮৫.৮৮ শতাংশ
কুমিল্লা শিক্ষা বোর্ড৯১.২৮ শতাংশ
যশোর শিক্ষা বোর্ড৯৫.০৩ শতাংশ
চট্টগ্রাম শিক্ষা বোর্ড ৮৭.৫৩ শতাংশ
বরিশাল শিক্ষা বোর্ড ৮৯.৬১ শতাংশ
দিনাজপুর শিক্ষা বোর্ড ৮১.১৪ শতাংশ
সিলেট শিক্ষা বোর্ড ৭৮.৮২ শতাংশ
এসএসসি পরীক্ষায় কোন বোর্ডে কত পাস

গত ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি অংশ নেয়। মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

SSC Result 2022 by SMS

  • SSC <Space> First 3 letters of board <Space> Roll <Space> 2021 and Send it to 16222
  • Example: SSC DHA 123546 2021 and send it to 16222

For Dakhil Result 

  • Dakhil<Space> MAD <Space> Roll <Space> 2021 and Send it to 16222
  • Example: Alim MAD 123456 2021 and send it to 16222

For Technical Board Result 2022

  • SSC <Space> TEC <Space> Roll <Space> 2021 and Send it to 16222
  • Example: SSC TEC 123456 2020 and send it to 16222

এসএসসি রেজাল্ট ২০২২ জানার নিয়ম - ssc result 2023 - এসএসসি রেজাল্ট জানার নিয়ম ২০২২ - http://www.educationboardresults.gov.bd/
এসএসসি রেজাল্ট জানার নিয়ম – ssc result 2023

এসএসসি পরীক্ষার রেজাল্ট গ্রেডিং সিস্টেম

MarksGrade PointLetter Grade
0 to 320.00F
33 to 391.00D
40 to 492.00C
50 to 593.00B
60 to 693.50A-
70 to 794.00A
80 to 1005.00A+
এসএসসি গ্রেডিং সিস্টেম

বাংলাদেশের শিক্ষা বোর্ডের তালিকা ও ওয়েবসাইট লিংক

All education boards list (Bangladesh)

শিক্ষা বোর্ডসমূহের নামশিক্ষা বোর্ডসমূহের লিংক
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডhttp://www.bteb.gov.bd
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডhttp://www.bmeb.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাhttp://dhakaeducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামhttp://www.bise-ctg.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লাhttp://www.comillaboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীhttp://www.rajshahieducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরhttp://www.jessoreboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালhttp://www.barisalboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটhttp://sylhetboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরhttp://www.dinajpureducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহhttps://www.mymensingheducationboard.gov.bd
SSC result 2022