কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ প্রশ্ন সমাধান (বিগত)

বিগত বছরের কমিউনিটি ক্লিনিক (সিএসিসিপি) এর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদের পরীক্ষার প্রশ্ন ও সম্পূর্ণ সমাধান এখানে দেওয়া হলো। পরীক্ষার তারিখ: ২০ জুলাই ২০১৮ পরীক্ষার সময়: 10 টা থেকে 11 টায় পরীক্ষার ধরন: MCQ। পদের নাম: সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার)।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদের পরীক্ষার প্রশ্ন ও সম্পূর্ণ সমাধান

১. ”বাগাড়ম্বর” শব্দের সন্ধি বিচ্ছেদ -বাক্+আড়ম্বর
২. The Correct spelling is- Cigarette
৩. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকারা কত কমালে ,তেল বাবদ খর বৃদ্ধি পাবে না- ২০%
৪. নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজার নয়-ফেসবুক
৫. বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক ঔপন্যাসিক- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৬. I came home after the rain- had Stopped
৭. 5x-3y=9 , 3x-5y=-1 হলে x,y কত?- (3,2)
৮. সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ- রাশিয়া
৯. সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক – শেখ নিয়ামত আলী
১০. A sonnet is a poem of —lines- Fourteen
১১. চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে- ৯৮৯৯
১২ জি-৮ এর একমাত্র এশীয় দেশ কোনটি- জাপান
১৩.গোয়ার গোবিন্দ শব্দের অর্থ- কাণ্ডজ্ঞানহীন
১৪. মানুষ মরণশীল- এর ইংরেজি- Man is mortal
১৫. কোন টিকা দেওয়ার ফলে শিশুদের নিউমোনিয়া কমেছে- PCV
১৬. কম্পিউটার ভাইরাস হলো – একধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রামার
১৭. আর একটা গান গাও না । এখানে “না” দ্বারা প্রকাশ পেয়েছে- অনুরোধ
১৮. choose The correct sentence- Everybody has gone there
১৯. পায়েসে দুধ ও চিনির অনুপাত ৭ঃ৩। ওই পায়েসে চিনির পরিমাণ ৪ কেজি হলে দুধ কত- ১০ কেজি
২০. কোনটি পারসোনাল কম্পিউটার নয়- সুপার কম্পিউটার

২১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী মূলক গ্রন্থের নাম- অসমাপ্ত আত্মজীবনী
২২. Choose the Correct spelling- Accessories
২৩. মানুষের শরীরে সর্বমোট অস্থির সংখ্যা- ২০৬
২৪. কোন তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়- ৭ এপ্রিল
২৫. কাব্য সুধাকর কার উপাধি – গোলাম মোস্তফা
২৬. Choose The best Translation of ” কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো” From The alternatives below – the Authorities took him to task
২৭. ৫ টাকায় ৮টি আমলকি ক্রয় করে ৫ টাকায় ৬টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?- ৩৩.৫০ % লাভ
২৮. রাখইন প্রদেশের পূর্ব নাম ছিল – আরাকান
২৯. কোনটি সূর্যের সমার্থক শব্দ? অর্ক
৩০. “Call To mind” means- Remember
৩১. চতুর্ভূজের চার বাহু সমান হলে তাকে কি বলা হয়- বর্গ
৩২. স্বাস্থ্য বিষয়ক সাময়িকী ল্যানসেট এর মতে স্বাস্থ্য সেবা সূচকে কোন দেশের অবস্থান বাংলাদেশের উপরে?
৩৩. সংস্কৃত উপসর্গের সংখ্যা- কুড়িটি
৩৪. Antonym of “poor” -Rich
৩৫. একটি খেলার মাঠের প্রস্থ আরো ১০ মিটার বেশি হলে এটি ১০,০০০ বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির প্রস্থ নির্ণয় করুন– ৯০ মিটার
৩৬. নিচের কোনটি ই-মেইল সার্ভিস নয়- Drop box
৩৭. তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম- কোন রীতিতে লেখা- চলিত
৩৮. Antonym of Extract- Insert
৩৯. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয় স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটির সাথে পুরাতনটির পার্থক্য ৫৪ হয়। অংক দুটির যোগফল ১২ তবে সংখ্যাটি কত- ৯৩
৪০. গ্রীনিচ মান সময়ের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য- ৬ ঘন্টা

৪১. খনার বচন কী সংক্রান্ত – কৃষি
৪২. The synonym of Ambition- Desire
৪৩. কোন রোগটি বাংলাদেশ হতে সম্পুর্ণভাবে নির্মুল হয়েছে-পোলিও
৪৪. আর্সেনিক দুষণযুক্ত টিউওয়েলের মাথা-লাল রঙের
৪৫. কোনটি অনুজ্ঞা- তুমি যাও
৪৬. I have —- him to give — smoking. told,up
৪৭. একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য ১৩,১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল -৯০ বর্গমিটার
৫০. verb of peace- Pacify
৫১. ১.১৬ এর সাধারণ ভগ্নাংশ কোনটি- ১ ৪/২৫% বা ২৯/২৫
৫২. বাংলা টাইপিং সফটওয়্যার নয় কোনটি- গুগল কি বোর্ড
৫৩. রিকসা কোন ভাষার শব্দ- জাপানী
৫৪. No man can — alone. -live
৫৫. খাদ্যের প্রধান উপাদান নয় -আয়রণ
৫৬. কম্পিউটার এর স্থায়ী স্মৃতিকে কি বলে- ROM
৫৭. বাংলাদেশের রণ সঙ্গীতের রচিয়তা- কাজী নজরুল ইসলাম
৫৮. Amicable mean- Friendly
৫৯. কমিউনিটি ক্লিনিকে সরকার কত ধরনের ওষুধ সরবরাহ করে-৩০ ( কিন্তু ২০১৮ অনুসারে ৩২)
৬০. জনপ্রিয় অ্যান্ডুয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ- ওরিও

৬১. আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ? কার লেখা- কুসুমকুমারী দাশ
৬২. ১৬৯ এর বর্গমুল কত- ১৩
৬৩. Some writer sink __ oblivion in course of time- into
৬৪. কোনটি ইনপুট যন্ত্র- কিবোর্ড
৬৫. শুদ্ধ বানান- সমীচীন
৬৬. Deputation meaning in bengali- প্রেষণ
৬৭. যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল আর অপর দুই বাহু অসমান্তরাল তাকে বলে – ট্রাপিজিয়াম
৬৮. চিঠি টাইপে কোনটি ব্যবহার হয়- মাইক্রোসফট ওয়ার্ড
৬৯. ডাক্তার কোন লিঙ্গ- পুং লিঙ্গ
৭০. Noun word of believe- Belief
৭১. একটি সংখ্যার ৩ গুনের সাথে ২ গুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?- ১৮
৭২. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম- বাংলাদেশ ব্যাংক
৭৩. ভাষার ক্ষুদ্রতম একক- ধ্বনি
৭৪. Household means- বসতবাড়ি
৭৫. ১,২,৩,৫,৮,১৩,২১,৩৪… এর পরে ধারা…..- ৫৫ (২১+৩৪=৫৫)
৭৬. কত সালের মধ্যে বাংলাদেশ SDG এর লক্ষ্যমাত্রা অর্জন করবে- ২০৩০
৭৭. সঠিক বানান- মুমূর্ষ
৭৮. Incorrect sentence: English Language has 5 consonants
৭৯. পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর । আবার পিতা পুত্রের বয়সের গড় ৩৫। তাইলে মাতার বয়স কত? -৪১ বছর
৮০. বিশ্বব্যাংকের সদর দপ্তর- ওয়াশিংটনে
প্রশ্ন পাঠিয়েছেন-নাজমুল ভাই । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ।