কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ
কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ১১-১৩ গ্রেডের বিভিন্ন পদের এই লিখিত পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি ২০২১ (শুক্রবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক দিন পরই এই ফল প্রকাশিত হলো।
>> কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২৬৮ পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ৫ মার্চ ২০২১ তারিখে প্রকাশিত হয়েছে, লিংক (৫ পৃষ্ঠা, pdf) : http://www.techedu.gov.bd/sites/default/files/files/techedu.portal.gov.bd/notices/e690ad7d_0bfa_43d2_abb9_98093b88f8bf/153%20memo%20written%20result.pdf
পদগুলোর মধ্যে রয়েছে-
ফার্মাসিস্ট, ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ) সিভিল, ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ) ইলেকট্রিক্যাল,
ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ) মেকানিক্যাল, ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ) পাওয়ার, ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ) অটোমোবাইল,
ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ) ইলেকট্রনিকস, ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ) গ্লাস, ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেকট্রনিকস/টেক) সিভিল,
ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেকট্রনিকস/টেক) মেকানিক্যাল, ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেকট্রনিকস/টেক) পাওয়ার,
ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেকট্রনিকস/টেক) অটোমোবাইল, ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেকট্রনিকস/টেক) ইলেকট্রনিকস।
>> কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে এই লিংকে : http://www.techedu.gov.bd/sites/default/files/files/techedu.portal.gov.bd/notices/559d409b_43a7_4f7e_8f98_4b904dac3054/DTEniyog2021.pdf