কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – ৬২টি পদ
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে। বিসিআইসি পরিচালিত স্কুল ও কলেজের জন্য ২ ক্যাটাগরির পদে মোট ৬২ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ তারিখ ৫ আগস্ট ২০২২।
বিসিআইসি নিয়োগ ২০২২
প্রতিষ্ঠানের নাম : | বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন |
শূন্য পদের সংখ্যা : | ৬২টি |
Online-এ আবেদন শুরুর তারিখ : | ৫ জুলাই ২০২২ |
আবেদনের শেষ তারিখ : | ৫ আগস্ট ২০২২ বিকাল ৫টা |
আবেদনের লিংক : | http://bcic.teletalk.com.bd |
আবেদন ফি (পরীক্ষা ফি) : | ৫০০ টাকা |
অফিসিয়াল ওয়েবসাইট : | www.bcic.gov.bd |
- পদের ক্যাটাগরি : ২টি
পদের তালিকা, পদ সংখ্যা, বেতন ও যোগ্যতা
১. সহকারী শিক্ষক
- পদ সংখ্যা : ৬১টি (বিভিন্ন বিষয়ে)
- শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/ ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।
- বেতন স্কেল : ১২,৫০০-৩০,২২০ টাকা ।
২। শারীরিক শিক্ষা
- পদ সংখ্যা : ১টি
- শিক্ষাগত যোগ্যতা : স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।
- বেতন স্কেল : ১২,৫০০-৩০,২২০ টাকা ।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন করতে হবে। ৫ জুলাই ২০২২ তারিখ থেকে ৫ আগস্ট ২০২২ বিকাল ৫ টার মধ্যে http://bcic.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ।
অনলাইনে আবেদনের পদ্ধতি
প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে প্রার্থীকে আবেদন সংক্রান্ত bcic.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে সঠিক তথ্য দিয়ে আবেদন ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।
Bangladesh chemical industries corporation (BCIC) job circular 2022
BCIC job circular 2022 pdf download link : http://www.bcic.gov.bd/sites/default/files/files/bcic.portal.gov.bd/notices/c5693753_980f_41e7_a8d6_d048b3727d5e/2022-06-29-07-52-f246bbfb4c79e499bbab229f5a76d532.pdf
এক নজরে বিসিআইসি পরিচিতি
১৯৭২ সনের রাষ্ট্রপতি ২৭ নম্বর অধ্যাদেশের ১৯৭৬ সনের ২৫ নম্বর সংশোধনী বলে ৩টি কর্পেোরেশন যথা- বাংলাদেশ সার, রসায়ন ও ভেষজ শিল্প কর্পোরেশন, বাংলাদেশ কাগজ ও বোর্ড কর্পোরেশন, বাংলাদেশ ট্যানারীজ কর্পোরেশন একীভূত করে ১লা জুলাই, ১৯৭৬ইং তারিখে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) প্রতিষ্ঠিত হয়। সংস্থার চেয়ারম্যান এবং বোর্ড অব ডিরেক্টর্স এর পরিচালকবৃন্দ সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত। প্রধান নির্বাহী হিসাবে চেয়ারম্যানকে সংস্থাটি পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে। সুষ্ঠ কার্য সম্পাদন কল্পে সংস্থার পরিচালনা বোর্ড কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হয়ে চেয়ারম্যান সংস্থার পরিচালক মন্ডলী, সচিব, বিভাগীয় প্রধান ও কারখানা প্রধানদেরকে ক্ষমতা প্রদান করে থাকেন। যার ভিত্তিতে সংশ্লিষ্ঠ কর্মকর্তাবৃন্দ সংস্থা ও শিল্প প্রতিষ্ঠান সমূহের সার্বিক কার্যক্রম পরিচালনা ও তদারকি করে থাকেন। কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সরকারের পক্ষ থেকে নিয়োগকৃত একজন চেয়ারম্যান ও ৫ জন পরিচালক এর সমন্বয়ে গঠিত একটি বোর্ড অব ডিরেক্টরর্স এর মাধ্যমে পরিচালিত হয়। প্রতিটি কারখানার জন্য রয়েছে আলাদা এন্টারপ্রাইজ বোর্ড/কোম্পানী বোর্ড। প্রতিটি এন্টারপ্রাইজ বোর্ড শিল্প মন্ত্রনালয়ের একজন প্রতিনিধি বোর্ডের পরিচালক হিসাবে নিয়োজিত আছেন। সংশ্লিষ্ঠ কারখানার ব্যবস্থাপনা পরিচালকগন নিজ নিজ এন্টারপ্রাইজ বোর্ডের দিক নির্দেশনা ও তদারকির মাধ্যমে দৈনন্দিন কার্যাবলী পরিচালনা করে থাকেন।
উত্তরাধীকার সূত্রে প্রাপ্ত ৮৮টি প্রতিষ্ঠান নিয়ে সংস্থার যাত্রা শুরু হয়। পরবর্তীতে ৬টি নতুন কারখানা সংস্থা কর্তৃক স্থাপিত হয় এবং ৩টি কারখানা অন্য সংস্থা হতে বিসিআইসি’র নিয়ন্ত্রনাধীনে ন্যাস্ত হয়। সরকার বিরাষ্ট্রীয়করন নীতিমালা বাস্তবায়নের ফলে মোট ৯৭টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টি প্রতিষ্ঠান হতে পূজি প্রত্যাহার করা হয়। ৭টি কারখানা প্রাক্তন মালিকের নিকট এবং ৭টি প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টের নিকট হস্তান্তর করা হয়। ৫টি প্রতিষ্ঠান সরকারি সিদ্ধান্তক্রমে বন্ধ করে জনবল পে-অফ করা হয়েছে। বর্তমানে ১৩টি শিল্প প্রতিষ্ঠান বিসিআইসি’র নিয়ন্ত্রনাধীনে পরিচালিত হচ্ছে এবং অংশীদারিত্বের ভিত্তিতে আরো ৯টি শিল্প প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।
সার, সিমেন্ট, কাগজ, গ্লাসশীট, হার্ডবোর্ড, স্যানিটারীওয়্যার ও ইন্স্যুলেটর প্রভৃতি পন্য সামগ্রী বিসিআইসি উৎপাদন করে যাচ্ছে। বিসিআইসি’র উৎপাদিত পন্যের মধ্যে ৮০% রাসায়নিক সার। এর মধ্যে ৭০% ইউরিয়া সার ও ১০% অন্যান্য সার। উল্লেখ্য যে, ১৯৯৬-৯৭ সাল থেকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সারা দেশে কৃষকদের মাঝে সার বিতরনের মত স্পর্শকাতর বিষয়টি বিসিআইসি’র উপর ন্যাস্ত হয়। বিসিআইসি অত্যন্ত আস্তা এবং সফলতার সাথে এই গুরু দয়িত্ব পালন করে যাচ্ছে।
Job Advertise Source : Kaler Kantho – 30-6-2022