এসএসসি চলাকালীন ১ মাস কোচিং সেন্টার বন্ধের নির্দেশ


এডু ডেইলি ২৪ প্রকাশ: জানুয়ারি ১৬, ২০২০, ৭:৫৯ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন /
এসএসসি চলাকালীন ১ মাস কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে আজ (১৬ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ ঘোষণা দেন।

১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সারা দেশে ৩,৫১২টি কেন্দ্রে মাধ্যমিক পর্যায়ের এ পরীক্ষা হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, গত বছরের তুলনায় এ বছর মোট পরীক্ষার্থী ৮৭ হাজার ৫৫৪ জন কমেছে। আগের মতো এ বছরও (২০২০) পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে।

পরীক্ষাকেন্দ্রে শুধু কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন নিতে পারবে না। 
কেন্দ্রসচিব কেবল সাধারণ মানের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএস পাঠিয়ে প্রশ্নপত্রের সেট কেন্দ্রসচিবকে জানিয়ে দেয়া হবে।

বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ের পরীক্ষাই সৃজনশীল পদ্ধতিতে হবে।

Rate this post