ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2022 pdf
৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2022 ও সিলেবাস প্রকাশিত হয়েছে। ৩ ডিসেম্বর ২০২১ তারিখে এই সার্কুলার প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
দেশের ক্যাডেট কলেজগুলোতে ২০২১ শিক্ষার্ষে ৭ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে ৩ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ৮টা থেকে ১৫ জানুয়ারি ২০২২ তারিখ বিকাল ৫টার মধ্যে।
আবেদনের যোগ্যতা : ৬ষ্ঠ শ্রেণি পাস; বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস (১ জানুয়ারি ২০২২ তারিখে); ন্যূনতম উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি (ছেলে ও মেয়ে উভয় ক্ষেত্রে)
ক্যাডেট কলেজে আবেদনের তারিখ : | ৩-১২-২০২১ থেকে ১৫-১-২০২২ |
অনলাইনে আবেদনের লিংক : | https://www.cadetcollege.army.mil.bd অথবা https://cadetcollegeadmission.army.mil.bd |
লিখিত পরীক্ষার তারিখ : | ২৮-১-২০২২ সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত |
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা : | ৬ষ্ঠ শ্রেণি পাস |
শিক্ষার্থীর বয়স : | সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস (১ জানুয়ারি ২০২২ তারিখে) |
আবেদন ফি : | ১৬০০ টাকা |
অনলাইনে আবেদন করার জন্য ভিজিট করুন https://www.cadetcollege.army.mil.bd অথবা https://cadetcollegeadmission.army.mil.bd
ওয়েবসাইটে।
ভর্তি পরীক্ষার জন্য ন্যূনতম যোগ্যতা
- জাতীয়তা : প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের অবশ্যই ক্লাস সিক্স বা সমমানের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বয়স : ১ জানুয়ারি ২০২১ তারিখে বয়স ১৩ বছর ০৬ মাস হতে হবে
শারীরিক যোগ্যতা
- উচ্চতা : সর্বনিম্ন ৪ ফুট ৮ ইঞ্চি (ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রে)।
- ফিটনেস : প্রার্থীদের অবশ্যই শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে।
অযোগ্যতা
- পূর্ববর্তী ক্যাডেট কলেজের ভর্তি হলে। লিখিত, মৌখিক এবং স্বাস্থ্য-পরীক্ষা অযোগ্য হওয়া
- গ্রস নাক হাঁটু, ফ্ল্যাট ফুট, রঙিন ব্লাইন্ড এবং ওজন ।হাঁপানি, মৃগী, হৃদরোগ, বাত, বাতজনিত |
- জ্বর, যক্ষ্মা, ক্রনিক আমাশয়, হেপাটাইটিস, ডুডোনাল আলসার নাইট অন্ধত্ব, যে কোনও ধরণের ডায়াবেটিস, হিমোফিলিয়া, শ্রোণী অ্যাসিড ইত্যাদি প্রভাবিত প্রার্থীরা স্বাস্থ্য পরীক্ষা উর্তিন্ন না হলে।
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা পদ্ধতি
ভর্তি পরীক্ষা হবে ৩ ধাপে – লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা। লিখিত পরীক্ষা হবে ৪টি বিষয়ের উপর মোট ৩০০ নম্বরে।
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার তারিখ
লিখিত পরীক্ষা হবে ২৮ জানুয়ারি ২০২২ (শুক্রবার) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। লিখত পরীক্ষার মোট নম্বর ৩০০।
ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে।
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার মানবণ্টন ( লিখিত )
মোট ৩০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে গণিতে ১০০ নম্বর, বাংলায় ৬০ নম্বর, ইংরেজিতে ১০০ নম্বর ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই পরবর্তী ধাপের পরীক্ষায় অংশ নিতে পারবে।
বাংলাদেশের ক্যাডেট কলেজের তালিকা
বাংলাদেশে বর্তমানে মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। এগুলো হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এগুলোর মধ্যে প্রথম ৯টি ছেলেদের, পরের ৩টি মেয়েদের জন্য সংরক্ষিত।
এছাড়া, সম্প্রতি ‘ক্যাডেট’ মর্যাদায় উন্নীত হওয়া মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা, যা সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত স্বায়ত্তশাসিত ক্যাডেট কলেজ।
কোন ক্যাডেট কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছে
No. | Name | Location | Division | Area (acre) | Established |
---|---|---|---|---|---|
01 | Faujdarhat Cadet College | Chittagong | Chittagong | 185 | 1958 |
02 | Jhenaidah Cadet College | Jhenaidah | Khulna | 110 | 1963 |
03 | Mirzapur Cadet College | Mirzapur, Tangail | Dhaka | 95 | 1965 |
04 | Rajshahi Cadet College | Sardah, Rajshahi | Rajshahi | 110 | 1965 |
05 | Sylhet Cadet College | Sylhet | Sylhet | 52.37 | 1978 |
06 | Rangpur Cadet College | Alamnagar, Rangpur | Rangpur | 37 | 1979 |
07 | Barisal Cadet College | Rahmatpur, Barisal | Barisal | 50 | 1981 |
08 | Pabna Cadet College | Pabna | Rajshahi | 38 | 1981 |
09 | Mymensingh Girls Cadet College | Mymensingh | Mymensingh | 23 | 1983 |
10 | Comilla Cadet College | Kotbari, Comilla | Chittagong | 57 | 1983 |
11 | Feni Girls Cadet College | Feni | Chittagong | 49.5 | 2006 |
12 | Joypurhat Girls Cadet College | Joypurhat | Rajshahi | 57 | 2006 |
ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২২ pdf
ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২২ pdf download link (5 pages) : https://cadetcollege.army.mil.bd/media/attachments/Syllabus%20For%20Cadet%20Admission-2022/Syllabus_for_Cadet_Admission_Exam-2022.pdf
- ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2022 pdf download link (6 pages) : https://cadetcollege.army.mil.bd/media/attachments/Cadet%20Admission%20Circular%202022/Cadet_Admission_Circular-2022.pdf